Advertisement
E-Paper

অনন্যা, সুহানা আর শানায়ার বাল্যবন্ধুত্বে ফাটল? তোলপাড় বলিউড

ছোটবেলার বন্ধু অনন্যা পাণ্ডে, সুহানা খান এবং শানায়া কপূর। সেই সম্পর্কে কি ফাটল ধরল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:০২
Actress Ananya Pandeys new post indicates  fishy relation between Suhana Khan and Shanaya Kapoor

(বাঁ দিক থেকে) শানায়া কপূর, অনন্যা পাণ্ডে, সুহানা খান। ছবি: সংগৃহীত।

বলিউডের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ তাঁরা। ছোটবেলা থেকে গভীর বন্ধুত্ব অনন্যা পাণ্ডে, সুহানা খান আর শানায়া কপূরের। একসঙ্গে বহুবার বিদেশে ছুটি কাটাতেও গিয়েছেন তাঁরা৷ সেই বন্ধুত্বেই কি এ বার ছেদ? জল্পনা তুঙ্গে।

সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’-এর বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন অনন্যা। সেখানে যদিও কিছু বোঝা যায়নি। কিন্তু তার পর নায়িকার সমাজমাধ্যমের একটি লেখা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে দেখা যাচ্ছে, একটি ভাঙা হৃদয়ের ছবি পোস্ট করেছেন অনন্যা। নীচে লেখা, ‘‘প্রেম ভাঙলেও এত কষ্ট হয় না, যতটা খারাপ লাগে বন্ধুত্ব ভাঙলে।’’

এই লেখা ছড়িয়ে পড়ার পর থেকেই জল্পনা তুঙ্গে। তবে কি সুহানা, শানায়ার সঙ্গে ফাটল? নব্যা নবেলীর সঙ্গেও খুব ভাল বন্ধুত্ব অনন্যার। সেই সম্পর্কে কি ভাটা পড়ল? নায়িকার ছবি উস্কে দিয়েছে একগুচ্ছ প্রশ্ন।

Bollywood Gossip Ananya Panday Suhana Khan Shanaya Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy