মেয়ের বয়স দু’মাস। মার্চ মাসেই সুখবর শুনিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সন্তানের জন্মের কিছু দিন আগে পর্যন্ত তাঁকে ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে দেখতেন দর্শক। মাঝে মাতৃত্বকালীন ছুটিতে নিয়েছিলেন অভিনেত্রী। যদিও মাত্র কয়েকটা দিনেই ছোট পর্দার ‘সিরিয়াল পিসি’-কে মিস্ করতে শুরু করেছেন দর্শক। সাধারণত তাঁকে নেতিবাচক চরিত্রে দেখতেই অভ্যস্ত তাঁরা। তবে ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে তাঁর চরিত্র দর্শকের বেশ নজর কেড়েছে।
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কবে আবার শুটিংয়ে ফিরবেন অনিন্দিতা? আবারও কি তাঁকে দেখা যাবে ‘তেঁতুলপাতা’র ‘সিরিয়াল পিসি’ হিসাবেই? স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস এই সপ্তাহেই শুটিং শুরু করবেন অনিন্দিতা। শোনা যাচ্ছে, আবারও সেই পুরনো চরিত্রে দেখা যাবে তাঁকে। দু’মাসের মেয়েকে বাড়িতে রেখে কী করে শুটিংয়ে ফিরবেন অভিনেত্রী? সেই প্রশ্ন সকলের মনে।
সূত্রের খবর, মেয়ের দেখভালের সমস্ত ব্যবস্থা করেই শুটিংয়ে যাবেন অভিনেত্রী। তবে এ সময় ১৪ ঘণ্টা টানা শুটিং করা কঠিন। সেখানে সহায়তা করবে প্রযোজনা সংস্থা। গর্ভাবস্থায় টানা কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। তাই অনিন্দিতার বিশ্বাস, এখনও কোনও অসুবিধা হবে না। মেয়ে হওয়ার পর শারীরিক কোনও সমস্যা নেই অভিনেত্রীর। তিনি তাই আর বাড়িতে সময় কাটাতে চান না। যত তাড়াতাড়ি সম্ভব চান কাজে ফিরতে। আশা করা যায় ‘তেঁতুলপাতা’র গল্পে নতুন মোড় আনবেন ‘সিরিয়াল পিসি’।