ক্রিকেট মাঠ আর রুপোলি পর্দার প্রেম অনেক দিনের। সেই রূপকথার সাম্প্রতিক উজ্জ্বল দম্পতি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। পেশা এবং পেশার বাইরে দাম্পত্য— যে কোনও দিকেই তাঁরা তৈরি করেন নানা নজির। সাধারণ অনুরাগীদের জন্য তৈরি করেন অনুপ্রেরণা।
সম্প্রতি টেস্ট ক্রিকটে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। সোমবারই সরকারি ভাবে অবসর ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটতারকা। তার আগে দম্পতিকে দেখা গিয়েছে মুম্বই বিমানবন্দরে। অনুরাগীরা মনে করছেন, হয়তো তাঁরা লন্ডনে ফিরে গিয়েছেন, অথবা, বিরাটের সঙ্গে অনুষ্কা উড়ে গিয়েছেন বেঙ্গালুরু।
অবসরের পর কী করবেন বিরাট? চলতি বছরের শুরুতেই ক্রিকেটতারকা শুনিয়েছিলেন তাঁর পরিকল্পনার কথা। তার প্রেক্ষিতেই সকলে মনে করছেন অনুষ্কার সঙ্গে বিশেষ সময় কাটাবেন তিনি। এক সাক্ষাৎকারে বিরাটকে অবসরযাপন নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমি সত্যিই জানি না অবসরের পর আমি কী করব। আমার এক সতীর্থকেও জিজ্ঞাসা করেছিলাম এ বিষয়ে, সে-ও কিছু বলতে পারেনি। জানি না, হতে পারে খুব ঘুরে বেড়াব।”
আরও পড়ুন:
গত কয়েক বছরে অনুষ্কাকেও দেখা যায়নি বলিউডে। অভিনয় সরিয়ে রেখে দুই ছেলেমেয়েকে বড় করতে বেশি আগ্রহী তিনি। দেশ ছেড়ে লন্ডনে পেতেছেন সংসার। ফলে এমনটা ধরে নেওয়া যেতে পারে, এখন একান্তে সুসময় কাটাতেই চাইছেন তারকাদম্পতি। যদিও এরই মধ্যে ছড়িয়েছিল বিচ্ছেদের গুঞ্জন। সম্প্রতি নাকি অনুষ্কাকে দেখা গিয়েছে বিরাটের বাড়িয়ে দেওয়া হাত এড়িয়ে নিজের মতো এগিয়ে যেতে। সমস্যার সূত্রপাত অবনীত কৌর নামে এক অভিনেত্রীর সমাজমাধ্যম পোস্টকে কেন্দ্র করে। কানাঘুষো শোনা যায়, ওই পোস্টে লাইক করে ফেলেন বিরাট। তার পর থেকেই তিনি প্রশ্নের মুখে।