৩ অগস্ট থেকে স্টার জলসার কুকারি শোতে অপরাজিতা আঢ্য। নিজস্ব চিত্র।
কেমন লাগল নিউ নর্মাল পরিবেশ?
অপরাজিতা: স্টুডিয়ো গিয়ে দেখলাম, সব বদলে গিয়েছে। অনেক নতুন নিয়ম চালু হয়েছে সংক্রমণ ঠেকাতে। কিন্তু উইন্ডোজের ছেলেপুলেরা দেখলাম এক রকমই আছে! সেই উষ্ণতা, প্যাম্পার করা। এই ক্ষেত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা কথা মনে পড়ছে...
বলুন না...
অপরাজিতা: সৌমিত্রবাবুর থেকে শোনা, ‘আমরা আর্টিস্টরা এমন গ্রহের জীব যাঁদের থেকে সেরা কিছু পেতে গেলে প্যাম্পার করতে হয়, প্রশ্রয় দিতে হয়। যত্ন করে লালন করতে হয়। আমি কিছুতেই সোমিত্র চট্টোপাধ্যায় হতে পারতাম না যদি না সত্যজিৎ রায় আমাকে প্যাম্পার করতেন।’ এটা একদম খাঁটি কথা। আর শিব, নন্দিতাদি গোটা উইন্ডোজ প্রোডাকশন সমস্ত অভিনেতাকে প্রচণ্ড ভাবে প্যাম্পার করেন। ফলে, সেটে পা রাখতেই ওঁরা যখন ‘অপাদি এসো’ বলে হইহই করে উঠল, আমার সব অস্বস্তি নিমেষে উধাও। আবার সেই ২৪ বছর ধরে ক্যামেরা, লাইট, অ্যাকশন শব্দগুলো ফেস করতে থাকা অপরাজিতা আঢ্য। অনেক দিন পরে টানা দাঁড়িয়ে শুট। পায়ের, কোমরের ব্যথাও দেখলাম ওঁদের উষ্ণতায় ভুলে গিয়েছি!
শিবপ্রসাদের ফোন ছাড়াও উইন্ডোজের কুকারি শো আর জি বাংলার ‘রান্নাঘর’-এর কোন পার্থক্য আপনাকে রাজি করিয়েছে?
অপরাজিতা: আগের কুকারি শো একদম ফিকশন ছিল। বিশিষ্ট ব্যক্তিত্বরা আসতেন। রান্না করতেন। আমি শো হোস্ট করতাম। শিবের কুকারি শো পুরোটাই নন ফিকশন। গোপাল আমার ছেলে, খেতে পেলে আর কিচ্ছু চায় না। সে এত মোটা হয়ে যাচ্ছে যে আমি ভীষণ চিন্তিত। ওকে নাচের ক্লাসে ভর্তিরও ইচ্ছে রয়েছে। অতিমারির কারণে আমি এখন ওয়ার্ক ফ্রম হোম। শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়ায় তিনি বাবার বাড়িতে। এ রকম একটা নেপথ্য কাহিনি নিয়ে ঘরোয়া রান্নাবান্না। যেটা রেসিপির পাশাপাশি গল্প বলে।
যাক, তা হলে টাইপড হয়ে যাওয়ার ভয় কাটল?
অপরাজিতা: (আবার হাসি) একদম! আবার কুকারি শো মানেই টাইপড হওয়ার চান্স থাকে। আমারও তাই অনিচ্ছা ছিল। কাজ করতে গিয়ে দেখলাম, ‘হ্যাঁ’ বলে ভুল করিনি। পরিচালক জিনিয়া সেনও সারা ক্ষণ এই ফ্লেভারটা ধরে রাখার চেষ্টা করেছেন শোয়ের শুরু থেকে শেষ পর্যন্ত।
আরও পড়ুন: বড় পর্দায় একসঙ্গে প্রথম অঙ্কুশ-ঐন্দ্রিলা
আগে এই শোয়ের কোনও এপিসোড দেখেছিলেন?
অপরাজিতা: হ্যাঁ, একটা এপিসোড দেখেছিলাম। ওই পর্বে তনিমা সেন ‘বীরপুরুষ’ আবৃত্তি করে শোনাচ্ছিলেন তাঁর নাতিকে। তখনই বেশ অন্য রকম লেগেছিল ব্যাপারটা। যদিও শোয়ের প্রায় প্রথম দিকের পর্ব সেটা। এখন প্রযোজক সংস্থা শো’টিকে আরও গুছিয়ে নিয়েছে। উইন্ডোজ নিজে যেমন সম্পর্ক ধরে রাখতে জানে তেমনই খুব সুন্দর করে সব জায়গায় সম্পর্কের গল্প বলে। এটা ওদের ইউএসপি।
প্রথম দিন কী শুট করলেন?
অপরাজিতা: আড়াই খানা এপিসোড আর প্রোমো। পরের দিন আবারও শুটিং। এখনও পর্যন্ত মোট সাতটা এপিসোড শুট হয়েছে।