বয়স হয়েছিল মাত্র ২৯। কিন্তু ক্যানসার কেড়ে নিল প্রাণ। মারা গেলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী দিব্যা চৌকসে। প্রায় দেড় বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর রবিবার মারা যান দিব্যা। দিব্যার দিদি সৌম্যা ফেসবুকে সে কথা শেয়ার করে লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বোন দিব্যা এই বয়সেই আমাদের ছেড়ে চলে গিয়েছে।”
দিব্যা যেন বুঝতেই পেরেছিলেন তাঁর হাতে বেশি সময় নেই। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে স্টোরিতে অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, “সবাইকে বলছি আমি মৃত্যুশয্যায়। কিন্তু আমি মানসিক ভাবে শক্ত রয়েছি। যে জীবনে কোনও দুঃখ নেই, ক্রমশ সেই জীবনের দিকে এগচ্ছি। আজ আর কোনও প্রশ্ন নয়। ভগবান জানেন আমার জীবনে আপনারা কতখানি জায়গা নিয়ে আছেন।”