Advertisement
E-Paper

অভিনয় ভাল করলেই জড়িয়ে ধরে একটি বিশেষ উপহার দিতেন ভন্সালী, প্রকাশ্যে আনলেন ‘হীরামন্ডি’-র অভিনেত্রী

জয়তী মনে করেন, অকারণেই সঞ্জয় লীলা ভন্সালীকে খুব রাগী ভাবেন সকলে। কিন্তু, তিনি নাকি একেবারেই তেমন নন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১৮:৫৩
Actress Jayati Bhatia revealed that Sanjay Leela Bhansali used to reward his actors every time they deliver a good shot

সঞ্জয় লীলা ভন্সালী। ছবি-সংগৃহীত।

পরিচালক হিসেবে সঞ্জয় লীলা ভন্সালী কি খুবই গম্ভীর? সব সময়েই কি তাঁর মাথা বেশ গরম থাকে? তাঁকে নিয়ে এমন নানা প্রশ্ন ঘুরে বেড়ায় বি-টাউনে। যদিও অভিনেত্রী জয়তী ভাটিয়া মনে করেন, নিজের ছবির অভিনেতাদের যথেষ্ট ভালবাসেন ভন্সালী। পরিচালকের এই দিকটি নিয়ে নাকি তেমন আলোচনাই হয় না, এমন দাবিও করেছেন অভিনেত্রী।

জয়তী মনে করেন, অকারণেই মানুষ হিসাবে সঞ্জয় লীলা ভন্সালীকে খুব রাগী ভাবেন সকলে। কিন্তু, তিনি নাকি একেবারেই তেমন নন। জয়তী সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলছেন, ‘‘তিনি সত্যিই নিজের ছবির অভিনেতাদের খুব ভালবাসেন। মানুষ ওঁর সম্পর্কে একটা অন্য রকম একটা ধারণা তৈরি করে রেখেছে। সকালে যখনই ওঁর সঙ্গে গিয়ে দেখা করতাম, তিনি জড়িয়ে ধরতেন বা গালে চুম্বন করতেন।’’

কোনও একটি দৃশ্যে ভাল অভিনয় করলে সঙ্গে সঙ্গে অভিনেতাকে বিশেষ ভাবে পুরস্কৃত করতেন ভন্সালী, জানান জয়তী তথা ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ের ‘ফাট্টো’। তিনি বলেছেন, ‘‘কোনও শটে খুব ভাল অভিনয় করার পরে, তিনি সঙ্গে সঙ্গে সেই অভিনেতাকে ৫০০ টাকা দিতেন। আমি তিন বার পেয়েছি। মোট ১৫০০ টাকা পেয়েছি। ভাল শট-এর পরে তিনি বলতেন ‘জিয়ো ফাট্টো’। আর তার পরেই ৫০০ টাকা দিতেন।’’

এই একই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অভিনেতা ইন্দ্রেশ মালিক। তিনি ‘হীরামন্ডি’-তে উস্তাদজির চরিত্রে অভিনয় করেছেন। তিনিও একটি দৃশ্যের জন্য পরিচালকের থেকে ৫০০ টাকা পেয়েছিলেন। একটি বিশেষ দৃশ্যে অভিনয়ের পরে ইন্দ্রেশ কেঁদে ফেলেছিলেন। তখনই তাঁকে জড়িয়ে ধরেন ভন্সালী আর হাতে ৫০০ টাকা তুলে দেন।

Sanjay Leela Bhansali Heeramandi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy