দেশে ফিরেছে শিল্পপতি সঞ্জয় কপূরের মরদেহ। ১২ জুন আকস্মিক মৃত্যু হয় তাঁর। তার পর কেটে গিয়েছে ছ’দিন। কিছু আইনি বাধার কারণে জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যা শেষ হয়েছে। ১৯ জুন বিকেলে সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। সঞ্জয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অন্তরালেই ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর এবং দুই সন্তান কিয়ান এবং সামাইরা। এই ঘটনার পর প্রথম বার বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হন করিশ্মা এবং তাঁর দুই সন্তান। এই ঘটনার প্রথম দিন থেকে দিদির পাশে রয়েছেন করিনা কপূর খান এবং সইফ আলি খান। এ দিনও তার অন্যথা হল না। ছায়ার মতো করিশ্মার সঙ্গে ছিলেন অভিনেত্রী। চোখে রোদচশমা আর সাদা সালোয়ার কামিজে দেখা গেল অভিনেত্রীকে। সারাক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিলেন সইফ।
আরও পড়ুন:
সঞ্জয়ের মৃত্যুর খবর প্রকাশ্যের আসার পর বার বার করিশ্মার অতীত নিয়ে কাটাছেঁড়া হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে কী অবস্থা তাঁদের দুই সন্তানের? ফুলে চাদরে তখন ঢাকা সঞ্জয়ের মরদেহ। বাবাকে ওই ভাবে দেখে ঠিক থাকতে পারল না করিশ্মা-সঞ্জয়ের ১৩ বছরের ছেলে কিয়ান। আছড়ে পড়ল। মা-মাসির হাত ধরে কান্নায় ভেঙে পড়ল কিয়ান। এই পরিস্থিতিতে দু হাতে দিয়ে বোনপোকে আগলাচ্ছিলেন করিনা। মেয়ে সামাইরা শক্ত থাকলেও ছেলেকে সামলানো হয়েছিল কঠিন। শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়েকে নিয়ে দিল্লিতেই ক’টা দিন থাকবেন করিশ্মা। অভিনেত্রীর সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় সঞ্জয়ের। যদিও দুই ছেলেমেয়ের সঙ্গে যোগাযোগ ছিল সঞ্জয়ের। করিশ্মার দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রাখেন সঞ্জয়। এক সময় তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর কাদা ছোড়াছুড়ি হলেও বিচ্ছেদের পর সঞ্জয়ের সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রেখেছিলেন করিশ্মা।