বিয়ের কয়েক মাসের মাথায় নিজের মাকে হারিয়েছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। আচমকা এমনটা ঘটে যাবে ভাবেননি তিনি। এক বছরের বেশি সময় মাকে ছাড়া কাটিয়ে ফেললেন তিনি। দশমীতে নিজের কোন উপলব্ধি ভাগ করে নিলেন অভিনেত্রী?
ছবি: সংগৃহীত।
২০২৪ সালের মে মাসে অভিনেতা আদৃত রায়কে বিয়ে করেন কৌশাম্বী। তার পর আচমকাই মায়ের মৃত্যু অনেকটাই বদলে দিয়েছে কৌশাম্বীর জীবন। এই এক বছরে তাঁর কাজের পরিমাণও বেড়েছে। এখন তিনি ছোটপর্দার দুঁদে খলনায়িকা। এই মুহূর্তে তাঁকে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে দেখছেন দর্শক। শত কাজের মাঝেও মাকে প্রতি মুহূর্তে মনে পড়ে তাঁর। আর দুর্গাপুজোয় তো আরও বেশি করে। সেই অনুভূতিই প্রকাশ পেল দশমীতে দেবীকে বরণের সময়।
এ দিন হলুদ শাড়িতে সেজেছিলেন কৌশাম্বী। পানপাতা দিয়ে দুর্গামাকে বরণের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পাশে ছিলেন স্বামী আদৃত। দশমীর বরণের বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “মায়েরা কোথাও যায় না। সবসময় আমাদের সঙ্গেই থাকেন। শুভ বিজয়া।” তাঁকে ভালবাসায় ভরিয়েছে অনুরাগীরা। বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছে তাঁকে। পুজোর ভিড়ে যে নিজের মাকেই বার বার খুঁজেছে কৌশাম্বীর চোখ, তা তাঁর লেখায় স্পষ্ট।