মুখে রূপটানের লেশমাত্র নেই। চিৎকার করে গলার স্বর ভেঙে গিয়েছে! বিয়ের আগে এই অবস্থায় মধুমিতা সরকারকে এ ভাবে দেখলে অনেকেই ভ্যাবাচ্যাকা খেতে পারেন। তবে সবটাই তাঁর নতুন ধারাবাহিকের স্বার্থে। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। নায়িকা ঝিলের চরিত্রে মধুমিতা। নায়ক শাক্যর চরিত্রে নীল ভট্টাচার্য।
সাত বছর পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। আর নীলের ফেরা সাত মাস পরে। বলা যায়, সাতে সাত যেন মিলে গিয়েছে। নায়িকার কথায়, ধারাবাহিকে কাজ করার সুবিধা হল, অভিনয়ের চর্চাটা বজায় থাকে। তাই ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্য দিকে, নীলও মুম্বইয়ে বেশ অনেক দিন অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন।
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনে (বাঁ দিক থেকে) শৈবাল, লীনা, মধুমিতা, নীল। —নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
এর আগে নীল-তিয়াসা জুটি, নীল-সৈরিতির জুটি ভালবাসা পেয়েছে দর্শকমহলে। এই নতুন জুটি কতটা টেক্কা দেবে ওই পুরনো জুটিদের? নীলের কথায়, ‘‘প্রত্যেক জুটি তাদের নিজেদের ভাগ্য নিয়ে আসে। সুতরাং কাউকে টেক্কা দেওয়ার প্রশ্নই নেই।’’
এই কাহিনিতে প্রথম বার র্যাপ গাইতে শোনা যাবে মধুমিতাকে। অভিনেত্রী বললেন, ‘‘র্যাপ মুখস্থ করতে গিয়ে আমার চোয়াল ব্যথা হয়ে গিয়েছে৷ আমি তো খুব বেশি সুরেলা নই। কী যে হবে!’’
লেখিকা লীনা তাঁর প্রতিটি লেখার মাধ্যমে সমাজে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেন। ঝিল এবং শাক্যের মাধ্যমে এমন একটি গল্প দর্শক দেখবেন যে কাহিনি খুবই চেনা। লেখিকা বললেন, ‘‘একটাই প্রার্থনা, ভোলে বাবা আমাদের পার করে দিক, এ বার এটাই চাই।’’