অনেক অভিজ্ঞ শিল্পীই আজকাল বলে থাকেন, নতুন প্রজন্মের শিল্পীদের ধৈর্য কম। বড়দের থেকে শেখার ইচ্ছা তাদের কমে যাচ্ছে। যদিও মা সারদার কথাই বিশ্বাস করেন অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। প্রথাগত ভাবে অভিনয় নিয়ে পড়াশোনা করেননি তিনি। সবটাই তাঁর শেখা পীযূষ গঙ্গোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়দের মতো অভিনেতাদের থেকে। এখনও কি সেই আদানপ্রদান হয়?
এখনও চিত্রনাট্য পড়তে গেলে পীযূষদার কথাই মনে পড়ে তাঁর। জুনিয়র হিসাবে অনেক দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রতিনিয়ত শিখেছিলেন তিনি। সময়ের সঙ্গেই ‘সিনিয়র’, ‘জুনিয়র’-দের মধ্যে যে সেই আদানপ্রদানের পরিবর্তন হয়েছে, তা লক্ষ করেছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
মৈত্রেয়ী বলেন, “এখন আর সেই আদানপ্রদান হয় না বললেই চলে। কিন্তু সকলে যে ভাবে নতুন প্রজন্মকে দোষ দেয়, সেটা মানতে আমি নারাজ। মা সারদা সবসময়ে নিজের দোষ দেখতে বলেছেন। এটাও সত্যি, যে এখন আদানপ্রদানের জায়গা অনেকটাই কমে গিয়েছে।” কিন্তু এই বিতর্কে যেতে রাজি নন অভিনেত্রী।
মৈত্রেয়ী যোগ করেন, “নতুন প্রজন্ম কী রকম, সেই আলোচনায় না গিয়ে আমরাই মনে হয় উপযুক্ত সিনিয়র হতে পারিনি। আমাদের সিনিয়ররা অনেক উপযুক্ত ছিলেন বলে আমাদের তৈরি করতে পেরেছিলেন। আমরা নই বলে পারছি না।” এই মুহূর্তে মৈত্রেয়ীকে দর্শক দেখছেন ‘শোলক সারি’ ধারাবাহিকে।