বারে বারে ছেলের হাতে কলম তুলে দিচ্ছিলেন। বারে বারে একরত্তি সেটা ফেলে টাকা ধরেছে! এক-দু’বার নয়। ছ’মাসের অধ্যায়ের মায়ের দাবি, পাঁচ বার একই কাণ্ড ঘটিয়েছে তাঁর ছেলে। রবিবার অভিনেত্রী মানসী সেনগুপ্ত ছেলের অন্নপ্রাশনের আয়োজন করেছিলেন। সেখানেই ছেলে একাধিক বার টাকা ধরায় আনন্দবাজার ডট কম-কে মানসী বললেন, “অর্থই সব। বুঝে গিয়েছে ছেলে!”
যদিও ছেলে টাকা ধরায় মানসী খুব খুশি হতে পারেননি। তাঁর আফসোস, “খুব আশা করেছিলাম, ছেলে কলম ধরবে! হাতে তুলে দেওয়া সত্ত্বেও কিছুতেই ধরল না। প্রত্যেক বার ফেলে দিল।” তার পর নিজেকেই সান্ত্বনা দিলেন। জানালেন, পড়াশোনা একটু কম শিখলেও ক্ষতি নেই। অধ্যায় যেন মানুষের মতো মানুষ হয়।
সকাল থেকেই হইহই ব্যাপার সেনগুপ্ত বাড়িতে। অন্নপ্রাশন মানে ছেলের যেন ‘হাফ বিয়ে’। জানালেন ছোটপর্দার খলনায়িকা। ছেলেকে তাই হলুদ পাঞ্জাবি-ধুতি, টোপরে সাজিয়েছিলেন। কিন্তু এত সাজগোজ, লোকের ভিড় দেখে ঘাবড়ে গিয়েছে মাস ছয়েকের অধ্যায়। এ দিকে, গায়ে হলুদ থেকে নান্দীমুখ— সব হয়েছে নিখুঁত ভাবে। “বাকি অর্ধেক বিয়ের জন্য আপনারাই পাত্রী দেখে দেবেন। একদিনেই হাঁফিয়ে গিয়েছি”, হাসতে হাসতে দাবি মানসীর। এ-ও জানালেন, তিনি খুবই শান্ত শাশুড়ি। ছেলে-বৌমাকে দিব্যি সামলে নিতে পারবেন।
ছুটির দিনে উদ্যাপন। এ দিন সকাল থেকে তাই ছোটপর্দার অভিনেতা-বন্ধুরা মানসীর বাড়িতে। কাবাব, কফি দিয়ে জলখাবার শুরু। পোলাও, ইলিশ মাছ, পাঁঠার মাংস— মেনুতে সব ছিল। বড় হয়ে অধ্যায় কি মায়ের মতোই অভিনয়ে আসবে? “আমার ইচ্ছে ক্রিকেট খেলবে। বাকিটা সময় বলবে”, মিষ্টি হেসে বললেন মানসী।