দুর্গাপুজো মিটতেই দুই সন্তান এবং বোনকে নিয়ে দার্জিলিং রওনা দিয়েছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কার্শিয়াং পৌঁছে সেখানে থেকে ভিডিয়োয় জানিয়েছিলেন পাহাড় কতটা উপভোগ করছেন তাঁরা। কিন্তু শেষে এমন পরিস্থিতি হবে তা তাঁরা ভাবতে পারেননি। প্রবল বৃষ্টিতে ঠিক কী পরিস্থিতে পড়তে হয়েছিল অভিনেত্রীকে?
শনিবার সন্ধ্যা থেকে দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল। চলেছে রবিবার সকাল পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু দার্জিলিঙেই। এ ছাড়া, কোচবিহার, জলপাইগুড়িও প্রকৃতির ভয়াবহ তাণ্ডব দেখেছে। মানসীর কথায়, এত বৃষ্টি তিনি জীবনে দেখেননি।
দার্জিলিংয়ে যাওয়ার পথে মানসী। ছবি: সংগৃহীত।
কোলে সাত মাসের ছেলে। মেয়েও ছোট। বাচ্চার খাবার সঙ্গে থাকলেও প্রায় ১০ ঘণ্টা না খেয়ে পাহাড়ি রাস্তায় আটকে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। মানসী বললেন, “কার্শিয়াং থেকে তাকদা যাওয়ার কথা ছিল আমাদের। গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু পৌঁছোতেই লেগে গেল ১০ ঘণ্টা। প্রবল বৃষ্টি, ধসে আটকে আমরা। না খেয়ে কাটাতে হয়েছে। বাড়িতেও যোগাযোগ করতে পারছিলাম না। এই বারের পাহাড় ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে।”
মিরিকের রাস্তা এবং পাহাড়ে ওঠার রোহিণী রোড রবিবার থেকে বন্ধ। তাই আরও অসুবিধায় পড়তে হয়েছে। মানসী জানিয়েছেন, মঙ্গলবার সকালে কোনও রকমে শিলিগুড়িতে নামছেন পাহাড় থেকে। রাতে কলকাতা ফেরার ট্রেন।