সরকার বাড়িতে বিয়ের সানাই। ছোট মেয়ে মৌবনী সরকারের ধুমধাম করে বিয়ের আয়োজন করেছেন জুনিয়র পিসি সরকার। গায়েহলুদ থেকে শুভদৃষ্টি, বিয়ের প্রতি মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছাঁদনাতলায় নতুন বর কী উপহার দিলেন কনেকে?
ছবি: সংগৃহীত।
বিয়ে মানেই উপহার আদান-প্রদানের একটা নিয়ম থাকেই। কিন্তু ছাঁদনাতলায় এই রকম উপহার কোনও কনে পেয়েছেন বলে মনে হয় না৷ স্ত্রী মৌবনীকে সোনার আংটি পরিয়ে দিলেন স্বামী সৌম্য রায় ৷ নতুন বরের হাতে ছিল আলোচিত ‘লাবুবু ডল’৷ সেই পুতুলের ছবি দেখে একাংশের প্রশ্ন, তা হলে স্ত্রীকে কি ‘লাবুবু ডল’ও দিলেন নতুন বর? না, আসলে আংটির বাক্সটা ওই পুতুলের ভিতর রাখা হয়েছিল৷ হিরের আংটির সঙ্গে সেই বিখ্যাত ‘লাবুবু ডল’ মৌবনীর হাতে তুলে দিলেন সৌম্য৷ উপহার পেয়ে খুব খুশি বিয়ের কনে৷
আরও পড়ুন:
বিয়েতে একেবারে সাবেক সাজে সেজেছিলেন অভিনেত্রী। বেগুনি রঙের বেনারসি, সোনার নেকলেস, বড় মোটা হার, সোনার চিক, টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা বাঁধানো, চুড়ি, বালা, মান্তাসা, মাথায় সোনা ও শোলার মুকুট ও ভেল পরে অন্যরকম দেখাচ্ছিল মৌবনীকে।