Advertisement
E-Paper

জামাইবাবুকে হুমকি দিয়েছি, বিয়েতে শ্যালিকাদের টাকা না দিলে মৌবনীকেই ‘ভ্যানিশ’ করব: মুমতাজ

ছোট থেকে যে পরিবারের ম্যাজিক দেখে বড় হয়েছেন, সেই পরিবারে তাঁর বিয়ে! মৌবনীর হবু স্বামী নাকি এখনও বিস্ময়ে হাবুডুবু খাচ্ছেন!

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৯:৩৬
এক সপ্তাহ পরেই মৌবনী সরকারের বিয়ে।

এক সপ্তাহ পরেই মৌবনী সরকারের বিয়ে। ছবি: ফেসবুক।

এত দিন ব্যাপারটা ছিল হচ্ছে-হবে। এখন দুয়ারে বিয়ে! ৩০ নভেম্বর মৌবনী সরকার-সৌম্য রায়ের চার হাত এক হবে। শনিবার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়ালেন সরকার পরিবার।

দিদি মানেকার সঙ্গে মেজদির বিয়ের গোছগাছ সারতে সারতে আনন্দবাজার ডট কম-এর কাছে পি.সি সরকার (জুনিয়র)-কে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুমতাজ সরকার। এ দিনও তাঁদের বাবার চোখ শুকনো ছিল না, জানালেন তিনি। পাশাপাশি এ-ও বললেন, “দুশ্চিন্তায়, পরিশ্রমের চোটে মনে হচ্ছে এক ইঞ্চি খাটো হয়ে গিয়েছি! তবু মৌবনীকে কিন্তু কাজ করতে দিচ্ছি না।” বলেই ফোনের ও পারে হা-হা হাসি।

মা জয়শ্রী সরকারের উপস্থিতিতে মৌবনীকে পায়েস খাওয়াচ্ছেন মুমতাজ।

মা জয়শ্রী সরকারের উপস্থিতিতে মৌবনীকে পায়েস খাওয়াচ্ছেন মুমতাজ। ছবি: সংগৃহীত।

বিয়ে হবে বাঙালি মতে। আইবুড়ো ভাতের দিনেও মেয়ের পছন্দ মেনে মাছ, মাংস, পায়েসের আয়োজন। বেগুনি শাড়ি, সোনার গয়নায় সরকারের বাড়ির মেজ মেয়ে ঝলমলে। রুপোর থালা-বাসনে আদরের মেয়েকে গুছিয়ে খাইয়েছেন তাঁরা। আত্মীয়, কাছের জনেরা আমন্ত্রিত ছিলেন। “বাঙালি বাড়িতে মেয়ের বিয়ে লাগলে যা হয়। হইহই, সারা বাড়ি এলোমেলো। প্রচুর কেনাকাটার পরেও মনে হচ্ছে, কিছুই হয়নি!” এ দিনের মতো বিয়ের দিনেও মুমতাজ বেছে নেবেন শাড়ি। এটুকু বলে মুখে কুলুপ তাঁর। জানিয়েছেন, আপাতত এর বেশি কিচ্ছু নয়।

পিসি সরকার (জুনিয়র) এবং কন্যা মৌবনী।

পিসি সরকার (জুনিয়র) এবং কন্যা মৌবনী। ছবি: সংগৃহীত।

ম্যাজিশিয়ান পরিবারের জামাই কেমন হল? “খুব ভাল”, সঙ্গে সঙ্গে শংসাপত্র দিলেন হবু শ্যালিকা। রসিকতা করে বললেন, “শ্যালিকারা আরও ভাল। জামাইবাবুকে শাসিয়ে রেখেছি, বিয়ের রাতে মোটা টাকা না দিলে মৌবনীকেই ভ্যানিশ করে দেব!” শুনে নাকি হবু পাত্র সৌম্য রায় একটু হলেও থমকেছেন। থমকানোর আরও কারণ আছে। ছোট থেকে যে পরিবারের ম্যাজিক দেখে বড় হয়েছেন, সেই পরিবারে তাঁর বিয়ে! মৌবনীর হবু স্বামী নাকি তাই বিস্ময়ে হাবুডুবু খাচ্ছেন! পেশায় ‘রিসার্চ অ্যানালিসিস্ট’ সৌম্যও মৌবনীর মতোই শান্ত। সম্বন্ধ করে বিয়েতে এ রকম রাজযোটক কমই পাওয়া যায়, দাবি সরকারবাড়ির ছোট কন্যার। ফলে, বিয়ের আগেই সরকারবাড়ির ‘ছেলে’র তকমা পেয়েছেন সৌম্য।

একসঙ্গে সরকার পরিবার।

একসঙ্গে সরকার পরিবার। ছবি: সংগৃহীত।

মৌবনীর পরে কি মুমতাজ বিয়ের পিঁড়িতে বসবেন? “দিদি মানেকাও হতে পারে”, হেঁয়ালি ছড়ালেন অভিনেত্রী। ফের জোরে হাসি। মুমতাজের দাবি, “একটা বিয়ে তো আগে ভাল করে মিটতে দিন! পরের কথা পরে হবে।”

Moubani Sorcar Mumtaz Sorcar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy