জীতু কমলের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতে উদ্বিগ্ন অনেকেই। দুশ্চিন্তা প্রকাশ করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। সহ-অভিনেতাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস কী বললেন? খোঁজ নিয়েছেন প্রাক্তনের?
বিবাহবিচ্ছেদের পরেও নবনীতা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন জীতুর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। এখনও জন্মদিনে প্রাক্তনকে শুভেচ্ছাবার্তা দিতে ভোলেন না তিনি। জীতুর অসুস্থতার খবর কি জানতে পেরেছেন তিনি? নবনীতা জানালেন, তিনি কিছুই জানতেন না। বরং সাংবাদিকদের থেকেই তিনি জীতুর অসুস্থতার খবর পেয়েছেন।
নবনীতা জানিয়েছেন, তিনি কলকাতায় ছিলেন না। আর তাঁর জানার কথাও নয়। অভিনেত্রী বলেন, “আমার শো ছিল রাতে। ভোরবেলা ফিরেছি। ঘুমোচ্ছিলাম। আপনাদের ফোনেই ঘুম ভাঙল। জীতুর কী হয়েছে আমার কিছু জানা নেই। আর জানার কথাও নয়। কারণ, জীতুর ছবির সঙ্গে যুক্ত কারও সঙ্গে আমার যোগাযোগ নেই।” উল্লেখ্য, তাঁদের বিচ্ছেদের কথা প্রথম সমাজমাধ্যমে লিখেছিলেন নবনীতাই। যদিও নিজেদের বিয়ে ভাঙা নিয়ে কোনও কথাই বলেননি জীতু। নায়কের অসুস্থতার পর কি তাঁকে হাসপাতালে দেখতে যাবেন নবনীতা? সেই উত্তর অধরা।