Advertisement
১৭ জুন ২০২৪

‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০০:০০
Share: Save:

অস্বাভাবিক মৃত্যু হল বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার মুম্বইয়ের বাড়ি থেকে বছর চব্বিশের প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।

জামশেদপুরের মেয়ে প্রত্যুষা নিজের কেরিয়ারের কারণেই মুম্বই এসেছিলেন। বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস৭’-এও দেখা গিয়েছে তাঁকে।

রাহুল রাজ সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গোটা বি-টাউন জানে। সম্প্রতি তাঁদের বিয়ে হওয়ার কথাও ছিল। শোনা যাচ্ছে, সেই সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, এ দিন দুপুরে রাহুলই ওই অভিনেত্রীর দেহ হাসপাতালে নিয়ে এসেছিলেন।

‘বালিকা বধূ’তে তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। এ দিন তিনি বলেন, ‘‘খবরটা পেয়েছি। আমি শক্‌ড। খুবই দুঃখজনক ঘটনা। হতাশ লাগছে।’’ একই অভিব্যক্তি অভিনেতা আজাজ খানের। তিনি বলেন, ‘‘বিশ্বাস করতে পারছি না, এমনটা হতে পারে!’’

ঘটনার কথা শুনে এ দিন হাসপাতালে এসেছিলেন ড্রেস ডিজাইনার রোহিত বর্মা। তিনি প্রত্যুষার বিয়ের পোশাক ডিজাইন করছিলেন। ভেঙে পড়া রোহিত বলেন, ‘‘পোশাকটা অর্ধেক তৈরি হয়ে গিয়েছিল, জানেন!’’ শনিবার সকালে জামশেদপুর থেকে প্রত্যুষার বাবা-মায়ের মুম্বই এসে পৌঁছনোর কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE