দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করতে রাজি নন দীপিকা পাড়ুকোন। এর পর থেকেই সমাজমাধ্যম জুড়ে শুরু হয়েছে দীপিকা বনাম সন্দীপ রেড্ডী বাঙ্গা তরজা। কারণ পরিচালকের ‘স্পিরিট’ ছবিতে অভিনয় করার জন্য কয়েকটি শর্ত রেখেছিলেন অভিনেত্রী। দিনে ৮ ঘণ্টা শুটিং করবেন এবং ২০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। সমস্যার সূচনা সেখানেই। ছবির নির্মাতারা মেনে নেননি অভিনেত্রীর দাবি। তার পরেই বাদ পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে দীপিকার নাম না করে তাঁকে ‘নারীবাদ’ নিয়েও খোঁচা দিয়েছেন সন্দীপ রেড্ডী বাঙ্গা। এই তরজায় শামিল হয়েছেন অনেকেই। এ বার মন্তব্য করলেন রাধিকা মদন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, তিনি নিজে ১০-১২ ঘণ্টা কাজ করেছেন। কিন্তু তিনি মনে করেন, যা যা কাজ থাকে তা দিনে আট ঘণ্টায় শেষ করার মতোই। রাধিকা বলেছেন, “আমি দিনে ১২-১৪ ঘণ্টা কাজ করেছি। কিন্তু এমনও দেখেছি, কাজ আট ঘণ্টার মধ্যে শেষ করা হয়েছে কিছু অভিনেতাদের ক্ষেত্রে। ওঁদের জন্য কাজ ততটুকুই রাখা হয়। আট ঘণ্টায় কাজ সেরে ওঁরা বেরিয়ে যান। ছবির কাজও শেষ হয়ে যায়। ছবি সফলও হয়ে যায়।”
আরও পড়ুন:
কী ভাবে আট ঘণ্টার মধ্যে কাজ শেষ হয়ে যায়, তা-ও বলেছেন রাধিকা। আগে থেকে যথেষ্ট প্রস্তুতি থাকে এবং সকলে আগে থেকে জেনে রাখেন, কোন দিন কোন শুটিং হবে। ফলে দ্রুত কাজ মিটে যায়। কথাবার্তা কম হয় এবং কাজ দ্রুত সম্পন্ন হয়। জানান রাধিকা।
অভিনেত্রী জানান, তিনি নিজেও বরাবর কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চেয়েছেন। এটা নতুন বিষয় নয়। তবে মহিলা ও পুরুষ অভিনেতাদের কাজের সময়ের মধ্যে অসামঞ্জস্যকে তিনি খুবই অদ্ভুত বলে মনে করেন।