সাত বছর আগে ইমন আর তার শাশুড়িকে মনে আছে? ‘কুসুম দোলা’ ধারাবাহিকে শাশুড়ি-বৌমার মিষ্টি সমীকরণ দেখানো হয়েছিল। বৌমার চরিত্রে ছিলেন মধুমিতা সরকার। আর শাশুড়ি হয়েছিলেন রীতা দত্ত চক্রবর্তী। সাত বছর পরে ‘ভোলে বাবা পার করেগা’র কাহিনিতেও তাঁরা শাশুড়ি-বৌমা। এখানে অবশ্য মিষ্টি সম্পর্ক হয়ে গিয়েছে নোনতা। কোন সমীকরণ ফুটিয়ে তোলা কঠিন?
সাত বছর পরেও নতুন ধারাবাহিকে যে আবার তাঁরা শাশুড়ি-বৌমার চরিত্রে অভিনয় করবেন তা ভাবেননি। ‘কুসুম দোলা’র গল্প ছিল এক ধাঁচের। এই গল্প একেবারেই অন্য মোড়কে তৈরি হয়েছে। যেখানে মধুমিতা ওরফে ঝিলের বিয়ে হয়েছে যার সঙ্গে, সেই বাড়ির পরিচারিকা ছিল মধুমিতার মা। তাই বৌমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে শাক্যর মায়ের। যে চরিত্রে অভিনয় করছেন রীতা।
আরও পড়ুন:
অভিনেত্রী বললেন, “আমি বা মধুমিতা দু’জনেই পেশাদার শিল্পী। আমাদের যা বলা হবে তা-ই করব। চিত্রনাট্য যেমন হবে তেমনই করতে হবে। তবে হ্যাঁ, কঠিন হিসাবে ধরলে কড়া শাশুড়ির চরিত্রে অভিনয় করা কঠিন। সাত বছর আগে যেমন সহজাত ভাবেই এসেছিল। এখন বরং বেশ প্রস্তুতি লাগছে। শট কাটলেই আমি আর মধুমিতা হাসছি।”
বাস্তবেও কি কড়া ধাঁচের শাশুড়ি হবেন তিনি? সে কথা আগে থেকে বলতে পারছেন না অভিনেত্রী। পরিস্থিতি এলে বুঝতে পারবেন। তবে তাঁর বিশ্বাস, তিনি এমন শাশুড়ি হবেন না যাঁকে নিয়ে বিরক্ত হতে হবে পুত্রবধূকে।