আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রুচি গুজ্জর। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজর কে়ড়েছিলেন তিনি। ২৭ বছরের অভিনেত্রী বড় অভিযোগ তুলেছেন প্রযোজক কর্ণ সিংহ চৌহানের বিরুদ্ধে। অভিনেত্রীর দাবি ‘সালাং ভ্যালি’ ছবির জন্য তাঁর থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন কর্ণ। এক বিনোদন সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষরও করেছিলেন প্রযোজক। কিন্তু টাকা নিয়ে কোনও কাজই করেননি কর্ণ। গত ২৪ জুলাই লক্ষ লক্ষ টাকা কারচুপির অভিযোগ জানিয়ে কর্ণের বিরুদ্ধে ওশিয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুচি।
জানা গিয়েছে, মুম্বইয়ে যোগেশ্বরী ওয়েস্টে প্রযোজক কর্ণের সঙ্গেই থাকতেন রুচি। বিশেষ সম্পর্কের সূত্রেই তাঁর আগামী কাজে টাকা বিনিয়োগ করতে রাজি হয়েছিলেন তিনি। রুচি বলেন, “নয়না শেখ নামের এক জনের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন কর্ণ। আমায় বলা হয়েছিল ওই মহিলা একটি বিনোদন সংস্থায় চাকরি করেন। তিনিই আমাদের প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি করবেন। সেই হিসাবেই আমি ২৫ লক্ষ টাকা দিতে রাজি হই।”
অভিনেত্রীর দাবি, এই সাক্ষাতের পরেই কর্ণ তাঁকে তাগাদা দিতে শুরু করেন টাকা দেওয়ার জন্য। কথা মতো ছয় দফায় পুরো ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন রুচি। কিন্তু তার পর সেই ছবি আর শুরু হয়নি। পরে রুচি যোগাযোগ করেছিলেন নয়নার সঙ্গেও। তিনি পুরো ঘটনাই নাকি অস্বীকার করেন। রুচি বলেন, “আমার টাকা নিয়ে ও কী করেছে, তা জানতে চাইলে বলেন, অন্য সিনেমায় বিনিয়োগ করেছেন, সেই ছবিতে আমার নাম দেখানো হবে।”