স্বপ্নে বিভোর অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। চোখেমুখে হাসির ছটা। এই দিনের অপেক্ষাতেই ছিলেন নায়িকা। সোমবার সবাইকে চমকে দিয়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তার পর থেকেই একে একে দেখা যাচ্ছে তাঁদের বিয়ের বিশেষ কিছু মুহূর্ত। এর মধ্যেই ছড়িয়ে পড়েছে সমান্থা এবং রাজের মেহন্দি অনুষ্ঠানের ছবি।
ছবিতে দেখা যাচ্ছে মেহন্দি লাগিয়ে দু’হাত পেতে বসে রয়েছেন সমান্থা। পায়েও মেহন্দি দিয়ে নকশা করা। আর স্ত্রীর মেহন্দির ছবি তুলতে ব্যস্ত পরিচালক রাজ। হাসিমুখে স্বামীর ক্যামেরার সামনে পোজ় দিয়ে বসে রয়েছেন নায়িকা। সেই ছবি প্রকাশ্যে আসতে সমান্থা ভক্তদের উচ্ছ্বাস উপচে পড়ছে। কেউ লিখেছেন, “এ ভাবেই আগলে রাখুন সমান্থাকে।” আবার কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
গত ১ ডিসেম্বর রাজের সঙ্গে কোয়ম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সমান্থা। নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি জানিয়েছিলেন, আর হয়তো কাউকে ভালবাসতে পারবেন না। কারণ, তাঁর মনের দরজা বন্ধ। একাধিক বার সংবাদমাধ্যমের সামনে ভেঙে পড়তে দেখা গিয়েছে তাঁকে। যদিও তিনি বার বার বলে এসেছেন, তাঁর কাছে ভালবাসার গুরুত্ব অনেক। অবশেষে মনের বন্ধ দরজা খুলে সেখানে স্থান দিয়েছেন রাজকে। বিয়ে সেরেছেন তাঁরা।