সম্পূর্ণা লাহিড়ীর পরিবারে অঘটন। পিতৃহারা হলেন অভিনেত্রী। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সম্পূর্ণার বাবা নীলাদ্রি লাহিড়ীর। শোকস্তব্ধ অভিনেত্রী।
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে ভুগছিলেন তিনি। গত কয়েক দিনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নীলাদ্রি লাহিড়ী। হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। বাইপাস সার্জারি হয়েছিল সম্প্রতি। চিকিৎসকের কাছে ‘চেক আপ’-এর জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬।
বাংলা ছোটপর্দায় অতি পরিচিত মুখ ছিলেন নীলাদ্রি লাহিড়ী। ‘মিঠাই’, ‘শুভদৃষ্টি’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। ছোটপর্দার পাশাপাশি নাটকের মঞ্চেও তিনি জনপ্রিয় ছিলেন। বড়পর্দার কয়েকটি ছবিতেও কাজ করেছিলেন তিনি।
সম্পূর্ণা বলেছেন, “বাইপাস সার্জারি হয়ে গিয়েছিল। সব ভাল ভাবেই হয়েছিল। তাই ছাড়া হয়েছিল হাসপাতাল থেকে। আজ চেক আপ করানোর কথা ছিল। কিন্তু আজই কী ভাবে এ সব হয়ে গেল! দুটোয় যাওয়ার কথা ছিল হাসপাতালে। সকাল এগারোটা নাগাদ বাবা ছেড়ে চলে গেল। এমন হওয়ার কথা ছিল না। একেবারে সময় দিলেন না। আমার উপরে অনেক দায়িত্ব বাবা দিয়ে গেলেন বাবা।”