থিকথিক করছে ভিড়, আন্ধেরির আবাসনে তিলধারণের জায়গা নেই। লাল ওড়নায় ঢেকে বাড়ির বাইরে বার করা হল শেফালির মরদেহ। নিজেকে শক্ত রেখে সব কাজ মাথা ঠান্ডা করে চলেছেন স্বামী পরাগ ত্যাগী। অন্তিমযাত্রায় শায়িত মেয়েকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না শেফালির মা। সকাল থেকে তাঁকে দেখা গিয়েছে হাসপাতাল চত্বরে। এ বার কান্নায় ভেঙে পড়লেন তিনি। শেফালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই একে একে তাঁদের বাড়িতে এসেছেন আত্মীয়, বন্ধু এবং ঘনিষ্ঠ জনেরা। ওশিয়ারা শ্মশানে দাহকার্য সম্পন্ন হবে অভিনেত্রীর। পরিবারের পাশে দেখা গেল সঙ্গীতশিল্পী সুনীধি চৌহানকে।
মাত্র ৪২ বছর বয়সেই সব শেষ। মুম্বই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১ টা নাগাদ পুলিশের কাছে খবর পৌঁছোয় বলে দাবি। শনিবার ময়নাতদন্ত হয়েছে কুপার হাসপাতালে। এ দিকে, শুক্রবার রাতেই শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল। তবে, অভিনেত্রীর মৃত্যুর কারণ জানিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি পুলিশ।
শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছোন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। হাসপাতাল বা পরিবারের তরফে শেফালির মৃত্যু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।