বরুণ-নাতাশার বিয়ে নিয়ে মাতামাতি নেটদুনিয়ায়। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলে শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে। কিন্তু হাওয়ার বিপরীতে মন্তব্য করেই বিতর্কে জড়ালেন দক্ষিণী অভিনেত্রী শ্রদ্ধা শ্রীনাথ।
কী মন্তব্য করেছেন দক্ষিণী অভিনেত্রী?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বরুণ ধবন ও নাতাশা দালালের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবির নীচে একটি পরিচ্ছেদে তিনি লেখেন, ‘আরও এক জন ভাল অভিনেতা ছবির জগত থেকে মিলিয়ে যাবেন। দুঃখের বিষয় যে তাঁকে আর পর্দায় দেখতে পাব না আমরা। বিয়ের পর তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করতে দেবেন কিনা সন্দেহ। সম্ভবত এ বার থেকে কেবল নায়ক-কেন্দ্রিক ছবিতেই অভিনয় করবেন তিনি। কিন্তু তাতেও কী ভাবে পেশা আর ব্যক্তিগত জীবনকে সামলাবেন তিনি? কঠিন! মিস করব বরুণ ধবনকে। যাই হোক, শুভেচ্ছা জানাই অভিনেতাকে।’