Advertisement
E-Paper

ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নেই, অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, সেরে ওঠার পর আর কী উপলব্ধি শ্রীমার?

শ্রীমার কোনও পোস্ট যন্ত্রণা থেকে সেরে ওঠার বার্তা দেয়, কোথাও আবার জীবনের পথে এগিয়ে চলার কথাও বলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৯:৫৭
Actress Shreema Bhattacharya talks about her healing journey

ভ্রমণ থেকে নতুন উপলব্ধি শ্রীমার। ছবি: সংগৃহীত।

গত বছর কঠিন সময় পার করেছেন শ্রীমা ভট্টাচার্য। পায়ে গুরুতর চোট পেয়ে কাজ ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। শ্রীমার সমাজমাধ্যম জুড়ে শুধুই বেড়ানোর ছবি। আন্দামান, মেঘালয়, কখনও আবার তাইল্যান্ড ভ্রমণের ছবি। মহাকুম্ভেও পৌঁছেছিলেন পরিবার নিয়ে। কখনও আবার ঘুরে এসেছেন কলকাতা শহরেরই বিভিন্ন মন্দির থেকে। এই কয়েক দিনের সফরে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন শ্রীমা।

শ্রীমার কোনও পোস্ট যন্ত্রণা থেকে সেরে ওঠার বার্তা দেয়, কোথাও আবার জীবনের পথে এগিয়ে চলার কথাও বলেছেন তিনি। আনন্দবাজার ডট কমকে তিনি বলেছেন, “পায়ে চোট লাগার পরে আমাকে অনেকগুলো মাস বাড়িতে বিশ্রামে থাকতে হয়েছিল। তাই সেই পর্যায় থেকে সেরে ওঠা আমার জন্য খুব জরুরি ছিল। বাড়িতে একনাগাড়ে আর থাকতে পারছিলাম না। তাই প্রকৃতির কাছাকাছি যেতেই হয়েছিল। ফলে প্রচুর নতুন মানুষের সঙ্গে দেখা হয়েছে, কাজের কথাও হয়েছে।”

সেরে ওঠার পরে নতুন অনেক কিছু উপলব্ধি করেছেন শ্রীমা। অভিনেত্রীর কথায়, “একটা বিষয় বুঝেছি। মুহূর্তে বাঁচতে হবে। তার কারণ ভবিষ্যতে কী হবে, তা নিয়ন্ত্রণ করা যায় না। আর অতীত নিয়ে কষ্ট পেয়েও কোনও লাভ নেই।” অন্তর থেকে কোনও কিছু চাইলে অনায়াসেই তা পাওয়া যায়, বিশ্বাস শ্রীমার। অভিনেত্রী বলেছেন, “যত বড় হচ্ছি, আরও বুঝতে পারছি, সত্যিই মন থেকে কিছু চাইলে তা পাওয়া যায় সহজেই। কিছু ঘটনাও এমন ঘটেছে। আসলে আমরা যত ইচিবাচক বিষয় ভাবব, ইতিবাচক কাজ করব, ইতিবাচক মন থেকে কিছু চাইব, আমাদের সঙ্গে ভাল কিছুই ঘটবে। আমি ঈশ্বরে বিশ্বাসী। এই ব্রহ্মাণ্ডকেই আমি ঈশ্বর বলে মানি। আমাদের মনের মধ্যেও ঈশ্বরের বসবাস।”

টেলিপাড়ায় অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল শ্রীমার। একসঙ্গে সমাজমাধ্যমে বেশ কিছু পোস্টও করতেন তাঁরা। গত কয়েক দিনে তেমন কোনও পোস্ট নেই। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।

বর্তমানে মুম্বইয়ে রয়েছেন শ্রীমা। আরব সাগরের তীরে বেড়াতে গিয়েছেন। তার সঙ্গে মুম্বইয়ে কাজ করার ইচ্ছেও রয়েছে তাঁর। অভিনেত্রীর কথায়, “বেড়াতে এসেছি। তবে মুম্বইয়ে কাজ করার ইচ্ছে ‘ম্যানিফেস্টেশন’-এ রয়েছে। তা ছাড়া মন থেকে সকলের সুস্বাস্থ্যের কামনা করছি।” শ্রীমাকে শেষ দেখা গিয়েছে ‘অমরসঙ্গী’ ছবিতে।

Sreema Bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy