কাজের থেকেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এত দিন অনেক বেশি আলোচনা হয়েছে। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে দর্শক এখনও ‘গুড্ডি’ নামেই ডাকেন। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এ বার ওয়েব সিরিজ়ে তিনি। বিপরীতে গৌরব রায়চৌধুরী। জীবনের নতুন পদক্ষেপে বিশেষ বন্ধু রণজয় বিষ্ণু কি কোনও সাহায্য করলেন?
অভ্রজিৎ সেন পরিচালিত নতুন সিরিজ়ে দেখা যাবে বিদীপ্তা চক্রবর্তী, আভেরী সিংহ-সহ আরও অনেককে। কলকাতা এবং পুরুলিয়া জুড়ে হবে শুটিং। ৯০ দশকের প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক। রহস্য, রোমাঞ্চে মোড়া এই সিরিজ়ে প্রথম বার জুটিতে দেখা যাবে শ্যামৌপ্তি এবং গৌরবকে। ছোটপর্দার দুই জনপ্রিয় মুখকে অন্য মাধ্যমে দেখে অনুরাগীদের প্রশ্ন, তা হলে কি তাঁরা আর ধারাবাহিকে অভিনয় করবেন না? শ্যামৌপ্তি বলেন, “এ কথা আমি কখনও বলিনি। অভিনেতা হিসাবে সবাই নিজেকে নতুন নতুন ভাবে দেখতে চান। এ ক্ষেত্রেও তার অন্যথা নয়। অভিনেত্রী হিসাবে নিজের পরিসর বাড়াতে চাই। কিন্তু তা বলে ধারাবাহিকে আর অভিনয় করব না, সেটা কখনওই নয়।” একই কথা বলেছেন অভিনেতা গৌরবও।
ইদানীং, শ্যামৌপ্তির কাজের চেয়ে বেশি আলোচনা হয় তাঁর সঙ্গে রণজয়ের বন্ধুত্ব নিয়ে। অভিনেত্রী জানালেন, নির্দিষ্ট কোনও চরিত্র নিয়ে আলোচনা হয় না তাঁদের মধ্যে। তিনি বলেন, “তবে সারা ক্ষণই ওর সঙ্গে অভিনয় নিয়ে আলোচনা হয়। একে অপরের কাজ নিয়ে আমরা কথা বলি। তবে এই চরিত্র নিয়ে যে আগেই আলোচনা করেছি তেমনটা নয়।”
অভিনেতা গৌরবকেও এই সিরিজ়ের মাধ্যমে একেবারে অন্য ভাবে পাবে দর্শক। এর আগে তাঁকে এই ভাবে দেখা যায়নি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘পুবের ময়না’ ধারাবাহিকে। এখন তিনি সিনেমার কাজ শুরু করেছেন। অভিনেতা শরমন জোশীর সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন। শীঘ্রই শুরু করবেন এই নতুন সিরিজ়ের কাজ। যদিও এখনও নতুন সিরিজ়ের নাম চূড়ান্ত হয়নি।