সৌম্যার কথায়, মুখে সুন্দর, কিন্তু মনের দিক থেকে খারাপ মানুষদের চিনতে শুরু করেন তিনি। দীর্ঘ দিনের প্রেমিক অরুণ কপূরকে ২০১৭-এ বিয়ে করেন অভিনেত্রী। সে বছরই পুত্র সন্তানের মা হন। ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও অরুণের ছবি প্রায় নেই তাঁর ওয়ালে। দাম্পত্য যে সুখের হয়নি, এ যেন তারই ইঙ্গিত।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ১৬:১৪
সৌম্যা শেঠ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
সৌম্যা শেঠ। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। প্রথম শো ‘নভ্যা’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কেরিয়ার ঠিক পথে এগলেও গত কয়েক মাস ধরে সৌম্যার ব্যক্তিগত জীবনে অশান্তির ছায়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পোস্ট থেকে দাম্পত্যে বিচ্ছেদেরও ইঙ্গিত মিলেছে।
সৌম্যা লিখেছেন, ‘আট বছর আগে তিনি যখন ‘নভ্যা’র অফার পেয়েছিলেন তখন তাঁর ২১ বছর বয়স। তিনি বিশ্বাস করতেন, ভালবাসা সব কিছু বদলে দিতে পারে। সকলের ভালবাসা পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মায়ের সঙ্গে থাকতেন তখন, যাঁরা সব খারাপ পরিস্থিতি থেকে আগলে রাখতেন মেয়েকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে হিংসা, ঘৃণা, অসাম্য, শারীরিক হেনস্থা চোখে পড়তে থাকে।’
সৌম্যার কথায়, মুখে সুন্দর, কিন্তু মনের দিক থেকে খারাপ মানুষদের চিনতে শুরু করেন তিনি। দীর্ঘ দিনের প্রেমিক অরুণ কপূরকে ২০১৭-এ বিয়ে করেন অভিনেত্রী। সে বছরই পুত্র সন্তানের মা হন। ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও অরুণের ছবি প্রায় নেই তাঁর ওয়ালে। দাম্পত্য যে সুখের হয়নি, এ যেন তারই ইঙ্গিত।
সৌম্যা লিখেছেন, ‘আট বছর পর এখন আমার মনে হয়, প্রিন্স চার্মিং এখনকার দিনে অত্যন্ত খারাপ একটা ভাবনা। মেয়েদের নিজের হৃদয়ের কথা শোনা উচিত। কোনও পুরুষের ওপর মেয়েদের ভাল থাকা নির্ভর করতে পারে না। আসলে সততার অনেক দাম দিতে হয়। সততা যন্ত্রণার, বোকামির…।’
গত বছর জুন মাস থেকে ছেলেকে নিয়ে স্বামীর থেকে আলাদা বাড়িতে থাকেন সৌম্যা। সে খবরও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। সেপারেশন এ বার দাম্পত্য বিচ্ছেদের পথে এগতে পারে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।