বিদেশ থেকে ফিরেই শ্রীময়ী চট্টরাজের পরিবারে বড় অঘটন। শোকের ছায়া চট্টরাজ পরিবারে। কী ঘটেছে? আচমকাই দাদুকে হারালেন অভিনেত্রী। আসানসোলে অভিনেত্রীর মামার বাড়ি। সেখানেই থাকতেন তাঁর মায়ের মা ও বাবা। সুস্থই ছিলেন। হঠাৎই অঘটন ঘটে। দাদুর মৃত্যুর খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।
শ্রীময়ীর একটাই আক্ষেপ রয়ে গিয়েছে, মেয়ে কৃষভির সঙ্গে দাদুর দেখা করানো হল না। পরিকল্পনা করেছিলেন শীঘ্রই মেয়েকে নিয়ে আসানসোলে যাবেন। কিন্তু সব পরিকল্পনাই নষ্ট হয়ে গেল। শ্রীময়ী বললেন, “দাদুর বয়স হয়েছিল ৯৬ বছর। কিন্তু আমার দাদু একেবারে সুস্থ ছিলেন। আজ সকালে চা-ও খেয়েছিলেন। শরীরে অস্বস্তি হচ্ছিল বলেছিলেন। তাই আমার মামী ঘরেই খাওয়ার কথা বলেছিল। তার পরেই দাদুর ঘরে গিয়ে দেখে, সব শেষ।” এখনও এই খবর বিশ্বাস করতে পারছেন না শ্রীময়ী।
সদ্য ধারাবাহিকের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। তাই সময় পাচ্ছিলেন না মামাবাড়ি যাওয়ার। ভেবেছিলেন একটু ছুটি পেলেই মেয়েকে নিয়ে যাবেন। শ্রীময়ী যোগ করেন, “মেয়েকে দেখতে পেল না। দিদা এসেছিল কলকাতায়। মেয়েকে দেখেছে। ওটাই আক্ষেপ রয়ে গেল।” মা-কে নিয়ে এখন আসানসোল যাচ্ছেন অভিনেত্রী। মেয়ে কৃষভি বাড়িতেই রয়েছে। কাঞ্চন মল্লিক এখন মেয়েকে সামলাচ্ছেন।