মন্দিরে প্রসাদ বিতরণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক পরিষেবকের। দিল্লির মন্দিরচত্বরেই পরিষেবককে পিটিয়ে খুন করার দৃশ্য দেখে শিউরে উঠছেন নেটাগরিকেরা। প্রসাদ বিতরণকে কেন্দ্র করেও এমন ঘটতে পারে? সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখেন স্বরা। তার জন্য বার বার কটাক্ষের শিকার হন অভিনেত্রী। কিন্তু তা-ও মতামতে রাশ টানতে রাজি নন তিনি। এ বার পরিষেবককে পিটিয়ে খুনের মর্মান্তিক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে ক্ষোভপ্রকাশ করলেন তিনি। স্বরা লিখলেন, “এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গিয়েছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি।”
আরও পড়ুন:
স্বরার এই মন্তব্যের সমর্থনে সরব নেটাগরিকেরা। তাঁরাও ভিডিয়ো দেখে স্তব্ধ। প্রশ্ন উঠছে, দিল্লির মতো শহরে কী ভাবে একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলা যায়? নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ফের।
গত শুক্রবার রাতের ঘটনা এটি। দিল্লির কালকাজী মন্দিরে ৩৫ বছর বয়সি পরিষেবক যোগেন্দ্র সিংহ প্রসাদ বিতরণ করছিলেন। গত ১৫ বছর ধরে পরিষেবকের কাজ করেছেন যোগেন্দ্র। একদল ব্যক্তি একটি নির্দিষ্ট ধরনের প্রসাদ চেয়েছিলেন। কিন্তু সেই প্রসাদটি শেষ হয়ে যাওয়ায় যোগেন্দ্র দিতে পারেননি। তার পরেই পরিষেবকের উপর চড়াও হন অভিযুক্তেরা। যোগেন্দ্রকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। ভিডিয়োয় সেই দৃশ্য স্পষ্ট। মৃত্যু হয়েছে ওই পরিষেবকের। জানা যাচ্ছে, ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত অতুল পাণ্ডেকে এলাকার মানুষই ধরে পুলিশের হাতে তুলে দেন।