Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টেলিভিশন শো-এ এ বার তনুজা

ছোট পরদায় আসছেন তনুজা। শোয়ের নাম ‘আরম্ভ’। এটি একটি পিরিয়ড ড্রামা। যার গল্প লিখেছেন ‘বাহুবলী’র লেখক বিজেন্দ্র প্রসাদ। ধারাবাহিকের পরিচালক গোল্ডি বহেল।

তনুজা

তনুজা

শ্রাবন্তী চক্রবর্তী
মুম্বই শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ০০:০০
Share: Save:

ছোট পরদায় আসছেন তনুজা। শোয়ের নাম ‘আরম্ভ’। এটি একটি পিরিয়ড ড্রামা। যার গল্প লিখেছেন ‘বাহুবলী’র লেখক বিজেন্দ্র প্রসাদ। ধারাবাহিকের পরিচালক গোল্ডি বহেল।

তবে এটা তনুজার প্রথম টেলিভিশন শো নয়। তিনি আগে ‘বাব্বান ভাই ভার্সেস বিমলা তাই’-এ কাজ করেছেন। তবে ‘আরম্ভ’ কাজ করতে প্রথমে নাকি একেবারেই রাজি ছিলেন না তিনি। বললেন, ‘‘না বলে দিয়েছিলাম। আমার চরিত্রটার সঙ্গে সাপের একটা যোগসূত্র আছে। আমার ভীষণ সাপের ভয়! তবে চরিত্রটা খুব ভাল লেগেছে। নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত এমন কোনও চরিত্র করিনি যেটা আমার মন ছুঁয়ে যায়নি।’’

সিনেমা জগতের অনেক তারকাই আত্মজীবনী লিখছেন। কর্ণ জোহর, ঋষি কপূর, আশা পারেখ সম্প্রতি তাঁদের আত্মজীবনী প্রকাশ করেছেন। তনুজার এই রকম কোনও পরিকল্পনা নেই? প্রশ্নটা শুনে একটু বিরক্ত হয়ে বললেন, ‘‘কোনও দিনই লিখব না। বই পড়তে ভালবাসলেও লিখতে পারি না। তা ছাড়া এতদিন ধরে এত ইন্টারভিউ দিয়েছি, সেগুলো নিয়ে রিসার্চ করলেই জীবনী লেখার রসদ পাওয়া যাবে। কারও মনে হলে সে লিখতে পারে। আমার ইচ্ছে নেই।’’

‘আরম্ভ’ ফ্যান্টাসি-ফিকশন। যেখানে তনুজার চরিত্রের বয়স বাড়ে না। সব কিছু আগাম বুঝতে পারে সে। তনুজা বলছেন, ‘‘এই শো’তে রাজি হওয়ার অন্যতম কারণ, লেখক বিজেন্দ্র প্রসাদ।’’ ছোট পরদায় কাজ করতে এলেও এই মিডিয়াম খুব একটা উচ্ছ্বসিত নন তনুজা। জানালেন, কমেডি শোগুলো তাঁর একেবারেই ভাল লাগে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tanuja Autobiography
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE