দিন দুই আগে তিনিই বড় মুখ করে সমালোচনা করেছিলেন ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার। ইউটিউবার সম্প্রতি অশালীন মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন। দিন দুই যেতে না যেতেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উবর্শী রৌতেলা! নেপথ্য কারণ আবারও তাঁর আগামী ছবি ‘ডাকু মহারাজ’। এই ছবিতে ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণের সঙ্গে উত্তেজক নাচ নেচে সমালোচিত অভিনেত্রী। কিন্তু সে ছবির পোস্টারে নাকি দেখাই যাচ্ছে না তাঁকে!
অভিনেত্রী জানেন সে খবর? সে কথা অবশ্য জানা যায়নি। তবে অশ্লীল নাচই যে এর মূল কারণ, এমনটাই ধারণা করছেন সিনেবোদ্ধারা। অথচ ছবিতে জ্বলজ্বল করছেন নন্দমুরি। যাঁর সঙ্গে নেচে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তাঁর গায়ে কিন্তু একটুও আঁচড় লাগেনি। এ দিকে খবর ছড়াতেই নানা মুনির নানা মত। কারও ধারণা, পুরোটাই প্রচারের চমক। একটি নাচ মুক্তির আগেই ছবিকে এক ধাক্কায় ১৫০ কোটি ক্লাবে পৌঁছে দিয়েছে। উবর্শী এখন তুরুপের তাস। তাঁর মন্তব্য আর ‘দাবিড়ি দিবিড়ি’ নাচ ছবিকে প্রতি মুহূর্তে অক্সিজেন জোগাচ্ছে। তাই হয়তো আরও একবার তাঁকে নিয়েই নতুন প্রচার সারলেন ছবির নির্মাতা।
আরও পড়ুন:
কয়েক জন বিষয়টিকে এত সহজ ভাবে দেখতে রাজি নন। তাঁদের পাল্টা যুক্তি, সম্প্রতি রণবীরের অনুষ্ঠান বাতিল করেছেন অভিনেত্রী। কারণ তাঁর অশালীন কৌতুক। সেই প্রসঙ্গ টেনেই তাঁদের কটাক্ষ, অভিনেত্রীও ইউটিউবারের মতোই অশ্লীলতা দোষে দুষ্ট। সেই কারণেই সম্ভবত ছবির পোস্টার থেকে বাদ পড়লেন তিনি!