Advertisement
১৬ অক্টোবর ২০২৪
Aditya Narayan

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন আদিত্য এবং শ্বেতা?

বিয়ের আগে একটি সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছিলেন, টানা ছুটিতে থাকতে পারবেন না। তাই ছোট ছোট তিনটি ট্রিপ করার কথা ভেবেছিলেন গায়ক।

আদিত্য এবং শ্বেতা।

আদিত্য এবং শ্বেতা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২০:৪৪
Share: Save:

শহুরে কোলাহল থেকে দূরে মধুচন্দ্রিমা যাপন করতে ভূস্বর্গে পাড়ি দিলেন আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল। ইনস্টাগ্রামে বৃহস্পতিবার আদিত্য ছবি পোস্ট করে জানালেন, আপাতত তাঁরা শ্রীনগরে আছেন।

নিজেদের একটি সেলফি পোস্ট করে আদিত্য লেখেন, ‘মধুচন্দ্রিমা শুরু! এই প্রথম ভুস্বর্গে বেড়াতে এলাম।’ ছবিতে দেখা যাচ্ছে, আদিত্য একটি ঘিয়ে রঙা জ্যাকেট এবং চোখে রোদচশমা পরে রয়েছেন। শ্বেতা পরেছেন গোলাপি রঙের সোয়েট শার্ট এবং লাল টুপি। দু’জনের মুখেই জীবনের নতুন অধ্যায় আরম্ভের খুশি উজ্জ্বল।

বিয়ের আগে একটি সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছিলেন, টানা ছুটিতে থাকতে পারবেন না। তাই ছোট ছোট তিনটি ট্রিপ করার কথা ভেবেছিলেন গায়ক। এ ছাড়াও কাজের ফাঁকে মলদ্বীপ ঘুরে আসার কথা ভাবছেন তিনি।

A post shared by Aditya Narayan (@adityanarayanofficial)

গত ১ ডিসেম্বর শ্বেতার সঙ্গে সাত পাক ঘোরেন আদিত্য। কোভিডের নিয়ম মেনে খুব কম সংখ্যক অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেও বেশ ঘটা করে রিসেপশন হয় উদিত-পুত্রের। আপাতত ব্যস্ত রুটিন ফাঁকি দিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন নবদম্পতি।

আরও পড়ুন: উইনডোজের বিজ্ঞাপনের শ্যুট, ক্যামেরার পিছনে আড্ডায় আবির, সুদীপা ও শিবপ্রসাদ

আরও পড়ুন: বিয়ের আসরে গুনগুনের নাচেই বাজিমাত, ‘মোহর’কে টপকে প্রথম ‘খড়কুটো’​

অন্য বিষয়গুলি:

Aditya Narayan Shweta Agarwal Couple Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE