অভিনেতা রণবীর কপূর বলেন, ‘‘আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ‘এ’ দিয়ে শুরু হয়।’’ ছবি: সংগৃহীত।
বলিপাড়ায় ফের প্রেমের সুবাস। প্রেম করছেন খোদ ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কপূর। প্রেমিকার নাম শুরু ইংরেজির ‘এ’ বর্ণ দিয়ে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে প্রিয় বন্ধুর বিষয়ে এই তথ্য ফাঁস করেছিলেন বলিউড অভিনেতা রণবীর কপূর। তার দিন কয়েক কাটতে না কাটতেই সেই চর্চিত প্রেমিকার সঙ্গে ডেটে দেখা গেল আদিত্যকে। আদিত্যের সেই চর্চিত প্রেমিকা বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিত্য ও অনন্যার প্রেমের জল্পনা নতুন নয়। তবে এই প্রথম জুটিতে প্রকাশ্যে ধরা দিলেন তাঁরা।
সম্প্রতি বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে একসঙ্গে বেরোতে দেখা যায় আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডেকে। আদিত্যর পরনে ছিল কালো শার্ট ও ট্রাউজ়ার। অনন্যাকে দেখা গেল হালকা নীল রঙের একটি পোশাকে। রেস্তরাঁ থেকে বেরোনোর সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেন বলিউডের চর্চিত যুগল। তবে, ক্যামেরা দেখে এড়িয়ে যাননি তাঁরা। বরং হাসিমুখেই দেখা গেল দুই অভিনেতাকে। তবে কি এ বার জনসমক্ষে নিজেদের প্রেমের ইস্তাহার দিতে তৈরি আদিত্য ও অনন্যা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্যর প্রিয় বন্ধু ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সহ-অভিনেতা রণবীর কপূর বলেন, ‘‘আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ‘এ’ দিয়ে শুরু হয়।’’ রণবীরের এই মন্তব্য করার পরেই তাঁর ইঙ্গিত একেবারে লুফে নেন নেটাগরিকরা। প্রিয় বন্ধুর সিলমোহর বলে কথা! আদিত্য আর অনন্যার প্রেমকথা যে নিছক জল্পনা নয়, তা যে একশো শতাংশ খাঁটি খবর— তা এক প্রকার ধরেই নিয়েছেন অনুরাগীরা। অনন্যার সঙ্গে নাকি গত কয়েক মাস ধরে চুটিয়ে প্রেম করছেন আদিত্য। বলিপাড়ার একাধিক পার্টিতে বেশ কয়েক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের দু’জনকে। সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রর ফ্যাশন শোয়ে একসঙ্গে র্যাম্পেও হেঁটেছেন বলিউডের এই চর্চিত যুগল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy