এক হাঁড়ি ভাত, ১৫টা পারশে মাছ আর ২০টি রুটি! এত কিছু নাকি দিব্যি একাই খেয়ে ফেলেন অদ্রিজা রায়! যায় কোথায়?
সেই রহস্যের সমাধান অবশেষে জি বাংলার ‘দাদাগিরি’তে। বাঁশপাতার মতোই পাতলা, ছিপছিপে নায়িকা রিয়্যালিটি শো-তে এসে হাসতে হাসতে কোলে তুলে নিয়েছেন তাঁর থেকে ভারী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে! সেখানেই শেষ নয়। তার পর এক জন নায়কের মতোই তাঁকে কোলে নিয়ে ঘুরিয়েওছেন। নায়িকার এ হেন ‘বাহুবলী’ রূপ দেখে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় হতবাক! হতভম্ব শুভশ্রী নিজেও!