দীর্ঘ অপেক্ষার শেষে গত মঙ্গলবার মুক্তি পেয়েছে কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর টিজার। শুরুতেই তা ঝড় তুলেছে ইউটিউবে। ঐশ্বর্যা রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার সঙ্গে রণবীর কপূরের কেমিস্ট্রি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বি-টাউনে। কিন্তু এর পাশাপাশি এও শোনা যাচ্ছে এই ছবির গল্প নাকি ফাঁস হয়ে গিয়েছে!
সত্যিই কি তাই? আসল ঘটনাটি ঠিক কী?
শোনা যাচ্ছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে শাহরুখ খানের। তিনি নাকি এ ছবিতে ঐশ্বর্যার স্বামী। ছবিতে শাহরুখের মৃত্যুর পরই নাকি রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন ঐশ্বর্যা। যদিও ছবির চিত্রনাট্য লিক হওয়া নিয়ে এখনও মুখ খোলেননি টিম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
শুটিংয়ের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে রণবীর-ঐশ্বর্যা। সূত্রের খবর, এই ছবিতে ঐশ্বর্যা-রণবীরের বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। ঐশ্বর্যা নিজে নাকি কর্ণ জোহরকে দৃশ্যগুলি বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন। ‘লিপ-লক’-এর দৃশ্যে ঐশ্বর্যা অস্বস্তি বোধ করায় দৃশ্যটি নাকি অন্য ভাবে শুট করা হয়েছে।