Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Bandaa in Theatres

ওটিটিতে নজরকাড়া সাফল্যের পর এ বার কি প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে মনোজ বাজপেয়ীর ‘বান্দা’?

আদালতে প্রভাবশালীর মুখোমুখি নিতান্তই এক সাধারণ মানুষ। ন্যায়ের স্বার্থে অসম লড়াইয়ের এক গল্পের আধারে চিত্রনাট্য তৈরি হয়েছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির।

মনোজ বাজপেয়ী।

মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৯:৩৬
Share: Save:

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ছবি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। ছবির চিত্রনাট্য অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। অভিযোগের তির এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ওই নাবালিকার হয়েই আদালতে সওয়াল করেন এক আইনজীবী। যৌন নির্যাতনের ঘটনার নেপথ্যের সত্য সবার সামনে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি। এক সাধারণ আইনজীবীর এই অসাধারণ লড়াইয়ের আধারেই তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। ১৩ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবি। ওটিটিতেই দর্শকের মধ্যে সাড়া জাগাতেও সফল হয়েছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। এ বার খবর, ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পরে প্রেক্ষাগৃহে ছবি মুক্তি নিয়ে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা।

সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির গল্প। ছবির প্রথম প্রচার ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। ছবির নির্মাতাদের উদ্দেশে আইনি নোটিস পাঠান জেলবন্দি আসারাম বাপু। নিজের আইনজীবী মারফত আইনি নোটিস পাঠান যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু। ছবির মুক্তির উপরেও নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয় তাঁদের তরফে। সব বিতর্ক পিছনে ফেলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। সাড়াজাগানো সাফল্যের পরে এ বার প্রেক্ষাগৃহে ছবির মুক্তি নিয়েও আগ্রহী নির্মাতারা। নির্মাতাদের দাবি, কথাবার্তা চূড়ান্ত হলেই প্রেক্ষাগৃহে ছবির মুক্তির তারিখ নির্ধারণ করবেন তাঁরা।

সাধারণত বিতর্কিত বিষয় নিয়ে ছবি তৈরি করলে ওটিটি প্ল্যাটফর্মের দিকেই ঝোঁকেন নির্মাতার, কারণ ওটিটি প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা তুলনামূলক ভাবে বেশি। পাশাপাশি, সেন্সরের চোখরাঙানি কিছুটা হলেও কম। তবে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’-এর ক্ষেত্রে উলটপুরাণ। কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে মনোজ বাজপেয়ী অভিনীত এই ছবি? এখন সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন দর্শক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE