Advertisement
E-Paper

মাসখানেক হল ছোট পর্দা থেকে দূরে, স্ত্রী দেবযানীর সঙ্গে কি সংসার ভাঙল ঋষি কৌশিকের?

টেলিপাড়ার জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। কিছু দিন আগে প্রকাশ্যে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এখন কী করছেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৯:২৫
After hindi dailysoap Durga now what Rishi Kaushik is doing

কেন ছোট পর্দা থেকে দূরে ঋষি কৌশিক? ছবি: সংগৃহীত।

মাঝে বেশ অনেক সময় মুম্বইয়ে কাটিয়েছেন তিনি। দুটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ও করে ফেলেছেন। ‘ঝনক’ এবং ‘দুর্গা’— দুই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শক দেখেছেন অভিনেতা ঋষি কৌশিককে। বেশির ভাগ ধারাবাহিকেই অধিকাংশ সময় তাঁকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ লুকে দেখেছে দর্শক। তবে অনেক দিন হল বাংলা ধারাবাহিক থেকে দূরে অভিনেতা। এরই মাঝে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিপুল কাটাছেঁড়া হয়েছে। নাম না করে স্ত্রী দেবযানী চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা। তার পর সব চুপচাপ। সে সময় দেবযানীও চুপ থাকেননি। আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছিলেন তিনি। সময় পেরিয়েছে অনেকটা। অভিনেতা এবং তাঁর স্ত্রীর তরফে আর কোনও মন্তব্য শোনা যায়নি। ছোট পর্দা থেকেও নিজের দূরত্ব বাড়িয়েছেন নায়ক। এখন কী করছেন ঋষি? সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলে তাঁর অনেক পুরনো ভিডিয়ো ঘুরে ফিরে আসে। সেখানে অনেক অনুরাগী মন্তব্যও করেছেন। কেন তাঁকে ধারাবাহিকে দেখা যাচ্ছে না?

আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হলে অভিনেতা জানান, অনেক দিন হল তিনি কলকাতাতেই আছেন। আপাতত বাড়িতেই। মুম্বইয়ের কাজও শেষ হয়েছে। ঋষি বললেন, “সব কাজ তো হ্যাঁ করে দেওয়া যায় না। বেশ কিছু কাজের কথা চলছে। অনেকগুলো সুযোগও এসেছিল। কিন্তু মনের মতো যদি কিছু না পাওয়া যায় তা হলে কি রাজি হওয়া যায়!” তা হলে কলকাতায় কি একাই থাকছেন? দেবযানীর সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে নারাজ অভিনেতা। যদিও অনেক দিন আগে সমাজমাধ্যমের পাতায় দাম্পত্যের টানাপড়েন নিয়ে নিজেই অনেক কথা বলেছিলেন ঋষি। কিন্তু আর সেই বিষয় নিয়ে কোনও কথা বলতে চান না তিনি। ঋষি বললেন, “এ বিষয়ে কোনও কথা বলতে চাই না। তাই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন না করাই ভাল।” আপাতত তিনি নিজের কাজেই মন দিতে চান।

Rishi Kaushik Bengali Actor Celeb Gossip Debjani Chakraborty Rishi Kaushik Wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy