ছবিটা মাসখানেক আগেও চর্চায় ছিল। এমন নিখুঁত নারী সাজ আকৃষ্ট করেছিল দর্শককেও। ধারাবাহিক ‘ফুলকি’তে সুদীপ সরকারের এই সাজ নতুন করে ভাইরাল! কারণ, ছবির বিবরণী।
সুদীপের অভিনেত্রী স্ত্রী অনিন্দিতা রায়চৌধুরী ছবির উপরে ইংরেজিতে লিখেছেন, “শাড়িতে সুন্দর দেখাচ্ছে তোমায়!” ব্যস, এই মন্তব্য রসিকতার ইন্ধন জুগিয়েছে অভিনেতাদম্পতির বন্ধুদের। অভিনেতা ঋজু বিশ্বাসের ‘শাড়ি বিতর্ক’ এখন ‘টক অফ দ্য টাউন’। তিনি শাড়িতে সেজে ওঠা অগুনতি নারীকে এ কথাই বলে চলছেন বেশ কয়েক বছর ধরে।
অনিন্দিতা কি সেই মন্তব্যই আরও একবার উস্কে দিলেন? ছবি দেখে এ রকম মন্তব্য আপনাকে কেউ করেছেন? সুদীপকে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। সঙ্গে সঙ্গে কথাটা লুফে নিয়েছেন তিনি। পাল্টা রসিকতা জুড়েছেন, “আমার বৌ খুবই ডাকাবুকো। ওকে এড়িয়ে আমায় কেউ এ কথা বলার সাহসই দেখাবে না! একেই বলে ঘরের শত্রু বিভীষণ! ‘বিবি হো তো অ্যায়সি’।”
পরনে চওড়া লাল পাড়ের গরদ। ঘাড়ের কাছে হাতখোঁপায় আঁচল জড়ানো। অলঙ্কারে, রূপটানে অভিনেতা একেবারে নিখুঁত নারী। অনেকেই মন্তব্য বিভাগে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। নিজেকে এই সাজে প্রথম দেখে খুশি হয়েছিলেন? সুদীপের কথায়, “কত ঝক্কি করে এই সাজ সাজতে হয়েছিল, জানেন? সকাল থেকে কলটাইম দেওয়া হত এই কারণে। ঘুমে ঢুলতে ঢুলতে স্টুডিয়োয় গিয়ে সাজতে বসে যেতাম।” মুঠোফোনের ভিডিয়ো কলে থাকতেন অনিন্দিতা। তিনিও অনেক সময় পরামর্শ দিতেন রূপসজ্জাশিল্পীকে। এর আগেও একই ধারাবাহিকে নার্সের সাজে দেখা গিয়েছিল অভিনেতাকে, “ওই সাজ অবশ্য এই সাজের মতো এত জমকালো ছিল না।”