Advertisement
১৯ মে ২০২৪

জগদীশচন্দ্র, তপন সিংহ, শাবানা সব গোলালেন

শিল্পা শেট্টির পরে শাবানা আজমি। টুইটারে ভুলভাল মন্তব্য করে শিরোনামে এলেন এই বর্ষীয়ান অভিনেত্রীও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০৩:৫১
Share: Save:

শিল্পা শেট্টির পরে শাবানা আজমি। টুইটারে ভুলভাল মন্তব্য করে শিরোনামে এলেন এই বর্ষীয়ান অভিনেত্রীও।

শাবানার ক্ষেত্রে জনতা আরও বেশি বিস্মিত। তার একটা কারণ অবশ্যই শাবানার বিশিষ্ট ভাবমূর্তি। দ্বিতীয় কারণ হল, নিজের ছবি সম্পর্কেই ভুল তথ্য দিয়েছেন তিনি।

ঘটনাটা কী? বুধবার ইতিহাসবিদ সৈয়দ ইরফান হাবিব আচার্য জগদীশচন্দ্র বসুর ১৫৮তম জন্মদিন উপলক্ষে তাঁকে স্মরণ করে টুইট করেন। তার উত্তরে শাবানা টুইট করে বসেন, ‘‘তপন সিংহর ‘এক ডক্টর কি মওত’ ছবিটা তো ওঁকে নিয়েই।’’

তপন সিংহের ওই জাতীয় পুরস্কারজয়ী ছবিতে শাবানা নিজে অভিনয় করেছিলেন। ছবিটি যে চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে, সেটা শাবানা ভুলে গেলেন কী করে সেই প্রশ্ন তাই স্বাভাবিক ভাবেই উঠছে। সেই সঙ্গে তিনি কি জগদীশচন্দ্র বসু, তাঁর
সময়, তাঁর আবিষ্কার, তাঁর জীবন সম্পর্কেও কিছু জানেন না, এ প্রশ্নও ধাওয়া করে আসছে।

আগের দিনই শিল্পা শেট্টি বলে ফেলেছিলেন, জর্জ অরওয়েলের ‘অ্যানিমাল ফার্ম’ পড়ে পশুদের ভালবাসতে শেখা যায়। তাই নিয়ে একচোট হট্টগোল হয়েছিল। কিন্তু শাবানা তো শুধু অভিনেত্রী নন। বামপন্থী বিশিষ্ট জন হিসেবেও তাঁর সুনাম রয়েছে। রাজনীতি ও সমাজের নানা বিষয়ে তাঁর পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্ব পায়। সেই তাঁর কাছ থেকে এমন হাস্যকর ভুল টুইট আসায় অনেকেই তাই বিস্মিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shabana Azmi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE