মুম্বই বিমানবন্দরে তারকাদের আনাগোনা চলতেই থাকে। বৃহস্পতিবার সকালে সেখান থেকেই শহর ছাড়লেন ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সঙ্গে ছিল আরাধ্যাও।
সূত্রের খবর, মেয়েকে নিয়ে গরমের ছুটি কাটাতে মালয়েশিয়া গেলেন দম্পতি। আরাধ্যাকে ছাড়া কোথাও যান না ঐশ্বর্যা। সে নিয়ে ট্রোলিংয়ের শিকারও হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন করেছিলেন, আরাধ্যা কখন স্কুলে যায়? সে সবের যোগ্য জবাব দিয়েছিলেন অভিষেক।
‘ফ্যানি খান’-এ শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছিল ঐশ্বর্যাকে। অন্য দিকে ‘মনমর্জিয়া’ ছিল অভিষেক অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। রিয়েল লাইফের জুটির রিল লাইফেও ফেরার কথা হয়েছিল অনুরাগ কাশ্যপের ছবিতে। কিন্তু বিভিন্ন কারণে সে প্রজেক্ট বাতিল হয়ে যায়। মালয়েশিয়া থেকে ছুটি কাটিয়ে ভারতে ফেরার পর ফের নতুন কোনও ছবি নিয়ে অভিষেক-ঐশ্বর্যা জুটি দর্শকদের সামনে আসেন কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন, গত বছর অমিতাভ কত কর দিয়েছেন জানলে অবাক হবেন…
#AbhishekBachchan and #AishwaryaRai off to vacation with daughter Aaradhya.
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)