তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী। পাশাপাশি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা তাক লাগিয়ে দেওয়ার মতোই। কিন্তু গত দু’মাস ধরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটিও পোস্ট করেননি তিনি। এতে হতাশই হচ্ছিলেন তাঁর ভক্তরা। সেই নীরবতা ভেঙে তিনি মঙ্গলবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার পরই ভাইরাল হয়েছে সেই সব ছবি।
তবে দীর্ঘ দু’মাস পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ছবি পোস্ট করেননি ঐশ্বর্যা রাই বচ্চন। করেছেন স্বামী অভিষেক বচ্চনের ছবি। সোমবার প্রো-কবাডি লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জয়পুর পিঙ্ক প্যান্থার ও ইউ মুম্বা ইন। সেই ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় পিঙ্ক প্যান্থাররা। আর অভিষেক পিঙ্ক প্যান্থার দলের মালিক। তাই স্বামীর জয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে অভিষেকের ছবি পোস্ট করেছেন ঐশ্বর্যা।
দলের জয়ের পর স্ত্রীর অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত অভিষেকও। সেই পোস্টের উত্তরে তিনি ঐশ্বর্যার উদ্দেশে লিখেছেন, ‘‘আমাদের লাকি চার্ম।’’
💃🙌ATTABOYZ👏⭐️🎊💖Yaaaaay PINK PANTHERRRSSS 💖 GOD BLESSSSS✨✨✨
আরও পড়ুন: অস্তমিত উত্তম
আরও পড়ুন: ফ্লপ থেকে সুপারস্টার: মহানায়কের উত্তম-জীবনের আখ্যান