মাদার্স ডে। বছরের একটি নির্দিষ্ট দিন। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ প্রশ্ন তোলেন, মায়ের জন্য নির্দিষ্ট একটা দিন হয় নাকি? আবার কেউ বলেন, হোক না সেলিব্রেশন। এই হুজুগে যদি মাকে একটা দিন স্পেশ্যাল ফিল করানো যায়, ক্ষতি কী? এই সেলিব্রেশনে সামিল তারকারাও। মায়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অনেকেই। সেই তালিকায় সামিল হলেন ঐশ্বর্যা রাই বচ্চনও।
সোশ্যাল ওয়ালে মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে নিজের একটি ছবি শেয়ার করেছেন ঐশ্বর্যা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মা চিরন্তন। আনন্দ এর ভালবাসা সকলের জন্য। আজ এবং প্রতিদিনের জন্য…।’
ঐশ্বর্যার জীবনে বৃন্দার ভূমিকা অপরিসীম। কেরিয়ারের শুরু থেকে সব জায়গায় ঐশ্বর্যার সঙ্গে দেখা যেত তাঁর মাকে। প্রতিটি পদক্ষেপে তিনি মেয়ের পাশে থেকেছেন। সে কথা বারবার প্রকাশ্যে শেয়ারও করেছেন নায়িকা। মাদার্স ডে-তে তাই মাকে মনে রেখেই সোশ্যাল ওয়ালে ছবি পোস্ট করেন ঐশ্বর্যা।