Advertisement
E-Paper

ঐশ্বর্যার জন্য বেকায়দায় পড়েছেন! কী কারণে প্রাক্তন বিশ্বসুন্দরীর উপর ক্ষুব্ধ তাঁর বৌদি?

নানা সময়ে ঐশ্বর্যাকে বিঁধে নানা মন্তব্য করেন তাঁর বৌদি। ঐশ্বর্যার অনুরাগীরা ছাড়েননি তাঁকে। এ বার ফের কার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শ্রীমা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩
Aishwarya Rai Bachchan Shrima Hurt Over being called shady because of her fan

(বাঁ দিকে) অভিষেক-পত্নী ঐশ্বর্যা রাই বচ্চন, অভিনেত্রীর বৌদি শ্রীমা রাই (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মাস কয়েক আগে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে তাঁর বৌদি শ্রীমার সংঘাত আসে প্রকাশ্যে। সমাজমাধ্যমে শ্রীমার দু’টি পোস্ট ঘিরে বিতর্কের সূত্রপাত। প্রথমটিতে শ্রীমা একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে শ্রীমার সঙ্গে রয়েছেন তাঁর স্বামী আদিত্য রাই, তাঁদের দুই সন্তান এবং শাশুড়ি বৃন্দা রাই। এ ছবিতে কোথাও ঐশ্বর্যা বা তাঁর কন্যা আরাধ্যা বচ্চন নেই। এই পোস্ট দেখে বচ্চন-বধূর অনুরাগীরা সমাজমাধ্যমে সরব। একই ভাবে ঐশ্বর্যা যে ছবি দিয়েছিলেন তাতেই ভাই-ভ্রাতৃবধূকে কেটে কেবল মেয়ে ও মাকেই রেখেছিলেন। সেই সময় ঐশ্বর্যাকে বিঁধে নানা মন্তব্য করেন তিনি। ঐশ্বর্যার অনুরাগীরা ছাড়েননি তাঁকে। এ বার ক্ষোভপ্রকাশ করলেন ঐশ্বর্যার ভ্রাতৃবধূ।

সেই ঐশ্বর্যা উত্তর না দিলেও তাঁর অনুরাগীরা দাবি করেছেন, এর আগে বহু বার ঐশ্বর্যার পারিবারিক ছবিতে দেখা গিয়েছে আদিত্য ও শ্রীমাকে। তিনি ছবি ভাগ না করলে শ্রীমাকে যে কেউ চিনতেই পারতেন না, তা-ও জানিয়েছেন অনেকে।

তাতেই বেজায় চটে যান শ্রীমা! তিনি নিজের সমাজমাধ্যমে নিজের কৃতিত্বের কথা জানিয়ে লেখেন, ‘‘আমি ব্লগার হওয়ার আগে দীর্ঘ দিন ব্যাঙ্কে চাকরি করেছি। ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। ২০১৭ সালে আমি ধীরে ধীরে ব্লগিং শুরু করি। এটা সকলকে জানিয়ে রাখা ভাল আমি কারও নাম ভাঙিয়ে জীবনে কিছু করিনি। আমি নিজের ক্ষমতায় নিজের কেরিয়ার তৈরি করেছি। সেটা আমার স্বামী ও শাশুড়ি মা সকলেই জানেন।’’ তবে সেই ঘটনায় ভীষণ রকম ট্রোলড হতে হয়। শ্রীমা জানান, ননদের জন্য বেকায়দায় পড়েছেন। লোকে তাঁকে খারাপ ভাবতে শুরু করেন। ননদের অনুরাগীদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘তোমারা ওর ফ্যান বলে অন্য মানুষকে ছোট দেখাতে পারো না।’’

Celeb Gossip Aishwarya Rai Bachchan Abhishek Bachchan Amitabh Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy