কেরিয়ারে সাফল্য? না! এই প্রশ্নের খুব একটা আশাব্যঞ্জক উত্তর অন্তত অভিষেক বচ্চন দিতে পারবেন না। অন্তত এমনটাই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। ফলে তাঁর কেরিয়ারকে একটু চকচকে করতে নাকি এ বার কোমর বেঁধেছেন ঐশ্বর্যা রাই বচ্চন।
কিন্তু, কী ভাবে? বিষয়টি ঠিক কী?
শোনা যাচ্ছে, অভিষেকের কেরিয়ারে শান দিতে পুরনো প্রেমিক সলমন খানের থেকে একটি বিশেষ জিনিস নিয়েছেন ঐশ্বর্যা। আর সেটাই নাকি এখন তাঁর তুরুপের তাস!