Advertisement
E-Paper

‘গুলাব জামুন’ অভিষেকের সঙ্গে কাজ করবেন? জল্পনা উস্কে দিলেন ঐশ্বর্যা

দীর্ঘ দিন ধরেই তাঁদের জুটিতে বড় পর্দায় আসার জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু বার বারই বিভিন্ন প্রজেক্ট বাতিল হয়ে যাওয়ায় বেশ কয়েক বছর একসঙ্গে বড়পর্দায় দেখা যাচ্ছে না ঐশ্বর্যা রাই ও অভিষেক বচ্চনকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১৯:১৮

দীর্ঘ দিন ধরেই তাঁদের জুটিতে বড় পর্দায় আসার জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু বার বারই বিভিন্ন প্রজেক্ট বাতিল হয়ে যাওয়ায় বেশ কয়েক বছর একসঙ্গে বড়পর্দায় দেখা যাচ্ছে না ঐশ্বর্যা রাই ও অভিষেক বচ্চনকে। ইন্ডাস্ট্রির জল্পনা ছিল, অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’-এ নাকি একসঙ্গে বড় পর্দায় কাজ করার সুযোগ থাকলেও তা বাতিল করেছেন এই জুটি। কিন্তু সেই খবরকে গসিপ বলে উড়িয়ে দিলেন ঐশ্বর্যা স্বয়ং।

সম্প্রতি কান চলচ্চিত্র উত্সবের মঞ্চে এক সাক্ষাত্কারে ঐশ্বর্যা বলেন, ‘‘আমাদের ‘গুলাব জামুন’-এর কথা বলা হয়েছে। চিত্রনাট্য শুনেছি আমরা।’’ আদৌ কাজ করছেন কি না, তা যেমন খোলসা করেননি ঐশ্বর্যা, তেমনই একত্রে কাজ করবেন না, তা-ও বলেননি। ঐশ্বর্যার কথায়, ‘‘ব্যক্তিগত ভাবে ফ্লোরে ফিরতে আমার কিছুটা সময় লাগছে। মা এবং পরিবারকে অনেক বেশি সময় দিচ্ছি এখন। গত সপ্তাহ থেকে নতুন করে চিত্রনাট্য শোনার কাজ শুরু করেছি। ইতিমধ্যেই দু’টো বিষয় ভাল লেগেছে। যখন সময় হবে আপনাদের নিশ্চয়ই জানাব।’’

আরও পড়ুন: বিয়ের পর সইফকে সারাক্ষণ দূর ছাই করতেন অমৃতা?

অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘গুলাব জামুন’ পরিচালনা করছেন সরভেশ মেওয়ারা। এখনও ফাইনাল কাস্ট হয়নি বলেই প্রোডাকশন হাউস সূত্রে খবর। এর আগে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার কথা ছিল হুমা কুরেশির। কিন্তু শুটিং ক্রমাগত পিছিয়ে যাওয়ায় তিনি আর ছবিটি করছেন না বলে জানা গিয়েছে। আগামী জুন থেকে এ ছবির শুটিং শুরু হবে বলে খবর।

Aishwarya Rai Bachchan Abhishek Bachchan Anurag Kashyap Gulab Jamun bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy