ছোট পর্দায় ফিরছে দেড় দশক আগের ধারাবাহিক 'সানাই'। আগামী ২৪ জানুয়ারি সোম থেকে শনিবার বিকেলে আকাশ আট চ্যানেলে পুনঃসম্প্রচারিত হবে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি। বুধবার প্রয়াত অভিনেতার জন্মদিনে এমনই ঘোষণা করলেন চ্যানেল কর্তৃপক্ষ।
২০০৭ সালে এই ধারাবাহিকের হাত ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে চ্যানেলের সম্পর্কের শুরু। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে তাই এই জনপ্রিয় ধারাবাহিককেই বেছে নিলেন চ্যানেল কর্তারা।