সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে ছবি করতে চলেছেন অক্ষয় কুমার। ‘খিলাড়ি’-র সঙ্গে অভিনয় করবেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টিও। সোমবার এমনই খবর প্রকাশিত হয় নানা সংবাদমাধ্যমে। বেলা গড়াতেই বিষয়টি নজরে আসে অক্ষয়ের। অহনের সঙ্গে ছবি করার খবর যে সম্পূর্ণ মিথ্যে, টুইটারের মাধ্যমে জানান অভিনেতা।
এই বিষয় সম্পর্কিত একটি প্রতিবেদন অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘ভুয়ো খবরে ১০ এ ১০। মিথ্যে খবর ফাঁস করার একটা ব্যবসা করলে কেমন হয়?’ অক্ষয়ের ঘনিষ্ঠ একজন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “অক্ষয়কে নিয়ে আজ পর্যন্ত অনেক মিথ্যে খবর রটানো হয়েছে। কিন্তু কখনও অক্ষয় এ সব নিয়ে কিছু বলেনি। আজ ওর সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে।”
সাজিদের প্রযোজনায় বহু ছবি করেছে অক্ষয়। ‘হে বেবি’, ‘মুঝসে শাদি করোগি’, ‘হাউজফুল’-এর মতো ছবি রয়েছে সেই তালিকায়। পেশাগত পরিধির বাইরেও দু’জনে ঘনিষ্ঠ বন্ধু।