জুলাই মাসে কানাডায় ক্যাফে খোলেন অভিনেতা কপিল শর্মা। তার পর থেকে এক মুহূর্তও যেন স্বস্তি নেই। পর পর দু’বার ক্যাফের বাইরে গুলি চালায় ‘গ্যাংস্টার’ গোল্ডি ব্রার ও খলিস্তানি জঙ্গি সংগঠন। একসময় কানাডার নাগরিক ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। কপিলের শোয়ে দিলেন কোন টিপ্পনী?
আরও পড়ুন:
৩৩ বছরের সফল বলিউড কর্মজীবন, খ্যাতি, প্রতিপত্তি— অভিনেতা অক্ষয় কুমারের জীবনে আগলে রাখার মতো অনেক কিছুই রয়েছে। কিন্তু কানাঘুষোয় শোনা যায় বিষয়সম্পত্তি আগলে রাখতে ভালবাসেন অক্ষয়। মিতব্যয়ী বলে নামডাক আছে তাঁর। মুম্বই শহরে বিলাসবহুল বাংলোয় থাকেন। এ ছাড়াও শহরের আনাচেকানাচে ছড়িয়ে আছে সম্পত্তি। একদা ভারতের সর্বোচ্চ করদাতা ছিলেন অক্ষয়। এমনিতেই তারকাদের নানা ধরনের শখ থাকে। তবে অক্ষয় ভালবাসেন তাঁর অর্জিত অর্থ আগলে রাখতে। সেই নিয়ে ‘দুর্নাম’ও আছে তাঁর।
কপিলের শোয়ে তিনি আসতেই স্বভাববশতই কপিল অক্ষয়কে জিজ্ঞেস করেন, ‘‘আপনার প্রতিভা বেশি না কি জীবনে চাহিদা বেশি।’’ অক্ষয়ও কম যান না। কপিলের পর পর শোয়ের খতিয়ান তুলে ধরেন তিনি। এমনকি তাঁর অভিনীত দুটো সিনেমার কথাও তুলে ধরেন। সেই প্রসঙ্গে উঠে আসে কপিলের ক্যাফের কথা। অক্ষয় বলেন, ‘‘তুমি ভারতের সব ক’টি বড় চ্যানেলের সঙ্গে সিনেমা করছ, শো করছ। তার পরও তুমি ক্যাফে খুললে। সেখানে এত রোজগার হচ্ছে যে গুলি চলছে!’’ এমনিতেই কপিলকে কানাডা থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে জঙ্গি সংগঠনগুলি। এর মাঝেই কপিলের ক্যাফে নিয়ে রসিকতা করলেন অক্ষয়।