জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। অনুষ্ঠান কক্ষে ঢোকার আগে রাস্তা থেকেই আটক করা হল অভিনেতার গাড়ি। জম্মু ট্র্যাফিকের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, ‘‘আসলে আইন সকলের জন্যই এক। এই গাড়ির কাচ কালো করা। এটা কোনও ভাবে গ্রহণযোগ্য নয়। অভিনেতার গাড়ির আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
আরও পড়ুন:
অভিনেতা জম্মুর ট্র্যাফিক আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ। তিনি যে গাড়িটিতে অনুষ্ঠানে গিয়েছিলেন তাতে কালো কাচ লাগানো। যার ফলে বাইরে থেকে ভিতরের কিছুই দেখা যায় না। এ ধরনের কাচ লাগানো ট্র্যাফিক আইনের পরিপন্থী। তাই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে। গাড়ির মালিক যিনিই হোন না কেন, আইন আইনের পথে চলবে বলে ওই ট্র্যাফিক কর্তাটি জানান। গাড়িতে যে কালো কাচ লাগানো রয়েছে সেটি দ্রুত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অক্ষয়কে বেশ কিছু টাকা জরিমানাও দিতে হতে পারে বলে খবর। যদিও এই ঘটনার জন্য অক্ষয়ের কাজে ব্যাঘাত ঘটেনি। বাধ্য নাগরিকের মতো পুলিশের কথা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেই আশ্বস্ত করেন।