কান-এ আলিয়া ভট্টের প্রতিটি সাজই প্রশংসিত হয়েছে। প্রথম বার আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার হয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন কপূর-কুলবধূ। তিন দিন ছিলেন সেখানে। কখনও লক্ষ গোলাপ পাপড়ি মেলেছে তাঁর গাউনে। কখনও আবার কালো পোশাকে আলো ছ়ড়িয়েছে নক্ষত্রপুঞ্জ। কখনও আবার দেখা গিয়েছে বহুমূল্য পাথর বসানো শাড়িতে শোভিত হতে। তবে শেষ দিনের বেইজ রঙের পাথর দিয়ে জালবোনা শাড়িতে যেন সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক সংস্থা প্রথম বার শাড়ি তৈরি করলেন। প্রথম বার সেটি পরলেন আলিয়া। সেই শাড়ির সঙ্গে কানে গলায় হাতে ছিল মানানসই গয়না। আর তাতেই ঘটল বিপত্তি।
আরও পড়ুন:
কান-এর লাল গালিচায় তখন নেমেছেন আলিয়া। আলোকচিত্রীদের উদ্দেশে হাত নাড়ছেন। হাসছেন ক্যামেরার দিকে তাকিয়ে। কখনও আবার দর্শকদের কাছে গিয়ে স্বাক্ষর দিচ্ছেন। প্রথম বার কান চলচ্চিত্র উৎসবে গিয়েই আলিয়া বুঝিয়ে দিয়েছেন, তিনি কতটা খুশি। এমন সময় হঠাৎ ভাঙল তাঁর গলায় হিরের চোকার।
প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি অভিনেত্রী। তাই খুব একটা পাত্তা দেননি। কিন্তু তার পর দামি চোকার তাঁর গলায় থাকতে অস্বীকার করায় প্রমাদ গোনেন আলিয়া। প্রত্যুৎপন্নমতি অভিনেত্রী সঙ্গে সঙ্গে হাতে দিয়ে চেপে ধরেন গলার হার। অথচ, এমন ভঙ্গিতে তিনি গলায় হাত রাখেন যে প্রাথমিক ভাবে সকলেই ভেবেছিলেন এটা ক্যামেরার জন্যই করছেন। পরে অবশ্য দেখা যায়, একাংশ ভেঙে গলায় ঝুলে রয়েছে আলিয়ার হার।
অভিনেত্রীর এমন উপস্থিত বুদ্ধির প্রশংসা পেয়েছে নেটাগরিকের কাছে। কিন্তু নিন্দকেরও অভাব নেই। গয়না প্রস্তুতিকারক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। যদিও গোটা বিষয়টা সুন্দর ভাবে সামলেছেন অভিনেত্রী।