হ্যালো হ্যালো! শুনতে পাচ্ছ? ডার্লিংস আসছে! ডার্লিংস?
সে আবার কী? সকাল থেকে এমন ভাবেই চলছে কানাকানি, ফোনাফোনি।
অভিনেত্রী আলিয়া ভট্টকে ফোন করলেন কেউ, কিন্তু নেটওর্য়াকের সমস্যায় কিছুই শুনতে পাওয়া গেল না। পরের ফোনটা এল অভিনেতা বিজয় বর্মার কাছে। তিনিও কিছু বুঝতে পারলেন না। তার পরের ফোনটা পেলেন অভিনেত্রী শেফালি শাহ। নেটফ্লিক্স কর্তৃপক্ষের তরফে মঙ্গলবারই এমনই একটি প্রচারমূলক ঝলক পোস্ট করা হয়।
কিন্তু ব্যাপারটা কী?
জানালেন 'গঙ্গুবাঈ' স্বয়ং। তাঁর প্রথম প্রযোজিত ছবি 'ডার্লিংস'-এর কাজ শুরু করলেন মঙ্গলবার থেকেই, যেটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। সে নিয়েই চলছিল অভিনব প্রচার। অভিনেত্রী তথা প্রযোজক নিজেও তা নিয়ে টগবগ করে ফুটছেন। নেটদুনিয়ায় ছড়িয়ে দিলেন সেই উন্মাদনার আঁচ।